বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের পর এবার গরুর আধার কার্ড (aadhaar card) হতে চলেছে বাংলাতেও। গরুর ব্রুসেল্লোসিস রোগের টিকাকরণের কর্মসূচির আগেই ‘পরিচয়পত্র’ প্রদানের প্রক্রিয়া শুরু করল পূর্ব বর্ধমান জেলার প্রাণীসম্পদ বিকাশ বিভাগ। প্রথম দফায় ব্রুসেল্লোসিস টিকা প্রদানের প্রক্রিয়া করা হবে আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত।
এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার প্রাণীসম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডাইরেক্টর সোমনাথ মাইতি জানিয়েছেন, ‘৬৬ হাজারের বেশি কিছু গরুকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। আগে সেগুলোকেই চিহ্নিত করা হবে। পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের পাশাপাশি ভাতার ব্লকেও, পুরোদমে গরুর কানে হলুদ ট্যাগ লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে’। এবার থেকে বাংলাতেও গরুর কানে দেখা যাবে হলুদ রঙের ট্যাগ।
আবার ভাতার ব্লকের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক শঙ্খ ঘোষ জানিয়েছেন, ‘ব্রুসেল্লোসিস রোগের টিকাকরণ শুরু হচ্ছে আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে। ৪ থেকে ৮ মাস বছর বয়সি বকনা বাছুরদের এই টিকা দেওয়া হবে। এই নির্দিষ্ট বয়সের গরুদের চিহ্নিত করে, তাঁদের ট্যাগ লাগানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এইসকল গরুর মালিকদের পরিচয়সহ সমস্ত তথ্য পোর্টাল রেজিস্ট্রেশন করা হচ্ছে’।
প্রসঙ্গত, গতবছর থেকেই উত্তরপ্রদেশে গরু ও মোষের জন্য ‘আধার কার্ড’ পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবায় গরুর কানে একটি হলুদ রঙের ট্যাগ লাগানো থাকবে। যেখানে ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে। আর এই নম্বরের সাহায্যেই গরুর যাবতীয় তথ্য জানতে পারবে প্রশাসন। আর এই ট্যাগে একটি চিপ থাকবে, যার মাধ্যেম সংশ্লিষ্ট গরুর ও মালিক সম্পর্কে সমস্ত তথ্য জানা যাবে।