বাংলাহান্ট ডেস্কঃ শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) ত্রিপুরার কর্মসূচী। অপেক্ষা করা হবে আদালতের নির্দেশের- এমনটাই জানা গেল তৃণমূল সূত্রে। ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপরই পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে।
আজ অর্থাৎ বুধবার ত্রিপুরায় একাধিক কর্মসূচী হওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে আদালতের নির্দেশ অমান্য করে সেখানে যেতে নারাজ হয় তৃণমূল। আদালতের নির্দেশ মেনে পরবর্তীতে সেখানে সভা করা হবে বলে জানা গিয়েছে।
তৃণমূলের আশঙ্কা ছিল, ত্রিপুরার অভিষেকের অধিকাংশ কর্মসূচী ইনডোরে হলেও, তাঁকে দেখতে প্রচুর মানুষের ভিড় হতে পারে। যার কারণে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপও নিতে পারে ত্রিপুরা প্রশাসন। কারণ, ত্রিপুরায় জমায়েত বা সভা করার ব্যাপারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং আগামী ৪ ঠা নভেম্বর পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকছে।
তাই সবদিক বিচার করে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশ মেনে, অর্থাৎ আদালতের কাছে জানতে চাওয়া হবে- তৃণমূল সেখানে কোনও ইনডোর সভা করতে পারে কিনা এবং কত জন লোক সেখানে উপস্থিত থাকতে পারবেন। তারপরই নতুন করে কর্মসূচীর আয়োজন করা হবে।