মোবাইল সিম কার্ডের সঙ্গে যুক্ত নিয়মে বড় বদল আনল কেন্দ্র, প্রভাব পড়বে সবার উপর

বাংলা হান্ট ডেস্কঃ মোবাইল কানেকশন গ্রহণের পদ্ধতি এবার আরও সহজ করল কেন্দ্র সরকার। বিশেষত করোনা কালে লকডাউন চলাকালীন নতুন সিমের কানেকশন নেওয়ার জন্য বেশ অসুবিধায় পড়তে হয়েছে গ্রাহকদের। আর সেই কারণেই এবারেই নতুন পদ্ধতি লাগু করল কেন্দ্র। এবার এই পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই সিম কার্ড পেয়ে যাবেন গ্রাহকরা, এতে একদিকে যেমন সময় বাঁচবে তেমনি অন্যদিকে করোনা কালে অযথা বাইরে বেরোনোর ঝুঁকিও কমবে।

সরকার তরফেই জানানো হয়েছে গ্রাহকরা এবার বাড়ি বসেই অনলাইনে নতুন কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য) ১৫ সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে ডিওটি (DOT) নামক একটি পোর্টাল। জানা গিয়েছে এবার থেকে এর জন্য, গ্রাহকরা আধার বা ডিজি লকারে সংরক্ষিত কোনও নথির মাধ্যমেই নিজেদের যাচাইকরণ করতে পারবেন।

কিভাবে বাড়ি বসে পাবেন সিম কার্ডঃ

খবর অনুযায়ী, এবার থেকে UIDAI- এর আধার ভিত্তিক ই-কেওয়াইসি পরিষেবার মাধ্যমে সার্টিফিকেশনের জন্য মাত্র এক টাকা দিতে হবে ব্যবহারকারীদের। যার জেরে দোকানে গিয়ে কেওয়াইসি জমা দেবার ঝঞ্ঝাট থাকবে না। UIDAI যাচাইকরণের মাধ্যমে ঘরে বসেই নতুন সিম হাতে পাবেন গ্রাহকরা। এর জন্য সরকার ইতিমধ্যেই ভারতীয় টেলিগ্রাফ আইন ১৮৮৫-তে বেশ কিছু সংশোধন করেছে।

26modi 1

এমনকি প্রিপেইডকে যদি কেউ পোস্ট-পেইড সিস্টেমে রূপান্তর করতে চান সে ক্ষেত্রে ওটিপির মাধ্যমেই এই কাজ করা যাবে। আগে এক্ষেত্রেও দোকানে যেতে হতো এবার নতুন করে যাচাইকরণ করতে হত। সরকারের টেলিকম আইন সংস্কারের ফলে আগামী দিনে ব্যবসা আরও সহজ হবে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর