আবারো পুরনো এপিসোডের টেলিকাস্ট! পারিশ্রমিক জটে বন্ধ হতে চলেছে জনপ্রিয় সিরিয়ালের শুটিং

বাংলাহান্ট ডেস্ক: পরপর দুই দীর্ঘ লকডাউনে সবথেকে ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিগুলির মধ‍্যে অন‍্যতম ছিল বিনোদন ইন্ডাস্ট্রি। বিশেষত টেলিপাড়ায় করোনার দাপটে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল কাজ। লম্বা একটা সময় সিরিয়ালের (serial) পুরনো এপিসোডগুলি আবারো ঝালাই দিয়ে এবং বেশ কিছু জনপ্রিয় পুরনো সিরিয়ালের আবারো টেলিকাস্ট করে দর্শকদের বিনোদনের যোগান দিয়েছিল চ‍্যানেল কর্তৃপক্ষগুলি।

তাই লকডাউন উঠতে টেলিপাড়ায় ফের কাজ শুরু হতেই হাঁফ ছেড়ে বেঁচেছিল কলাকুশলী থেকে দর্শক সকলেই। মাঝে অবশ‍্য শুটিং শুরু হলেও ফেডারেশন আর্টিস্ট ফোরাম দ্বন্দ্বে বন্ধ হতে বসেছিল শুটিং। এবার ফের একবার একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে টেলি ইন্ডাস্ট্রিতে। এবারে ফেডারেশনের সঙ্গে মতবিরোধ প্রযোজকদের।

1623859424 shooting 2
কলাকুশলীদের পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি আরো কিছু দাবি নিয়ে প্রযোজকদের সঙ্গে বিবাদে জড়িয়েছে ফেডারেশন। একগুচ্ছ দাবির মধ‍্যে রয়েছে কলাকুশলীদের পারিশ্রমকি বৃদ্ধি, রাতে কাজ বন্ধ রাখা, ফেডারেশনের টেকনিশিয়ানদের বাধ্যতামূলকভাবে কাজে নেওয়ার মতো বিষয়। কিন্তু এখনি এর মধ‍্যে সবকটি মেনে নিতে চান না প্রযোজকরা। ফলে শুরু দু পক্ষের ঝামেলা।

উল্লেখ‍্য, বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের সেটেই সময়মতো পারিশ্রমিক না মেলার অভিযোগ উঠছে। এর জেরে বেশ কিছুদিন একটি প্রথম সারির চ‍্যানেলের সিরিয়ালের শুটিং বন্ধ ছিল। অপরদিকে গত লকডাউনে প্রযোজকরা কাজ বন্ধ রেখেছিলেন, কিন্তু প্রাপ‍্য পারিশ্রমিক ঠিকই পেয়েছিলেন কলাকুশলীরা।

এখন ফেডারেশনের নির্দেশ, কাজ না করলে মিলবে না টাকা। তাই যারা শুট ফ্রম হোমে যোগ দেননি তাদের টাকা কাটতে বলা হয়েছিল ফেডারেশনের তরফে। প্রযোজকরা সে নির্দেশ কার্যকর করতেই শুরু হয় ঝামেলা। এর জেরেই বেশ কিছুদিন বন্ধ ছিল সিরিয়ালটির শুটিং। এক প্রযোজক জানিয়েছেন, বৈঠক যদি সফল হয় তবে কাজ ঠিকভাবে চলবে। কিন্তু তা যদি না হয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে সিরিয়ালের কাজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর