বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল কড়েয়া থানার (Koreya PS) অন্তর্গত আহিরিপুকুর এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়ির অংশ ভেঙে আহত একই বাড়ির চার সদস্য। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৬ টা নাগাদ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা বাইরে বেরিয়ে দেখেন ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেন ঠিকানার বাড়ির অংশ ভেঙে পড়েছে। তাতে অগ্নিদগ্ধ হয়েছে চাপা পড়ে আছেন এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ তলা ওই বাড়ির একতলায় থাকতেন আনন্দ দাস, তাঁর স্ত্রী কিরণ দাস, তাঁর বছর ৯-র এক সন্তান এবং ১৬ বছরের ভাইজি। আহতদের সকলেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয় হয়।
এই ঘটনায় পুলিশে খবর দিলে, কড়েয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আরও উপস্থিত হয় লালবাজারের বিশেষ টিম, ফরেন্সিক টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং CESC কর্তৃপক্ষও। চলছে তদন্তের কাজ। তবে প্রাথমিক সন্দেহে দেখা গিয়েছে বাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষতই রয়েছে। সুতরাং, গ্যাস সিলিন্ডার ফেটে নয়, অন্য কোন কারণেই এই বিস্ফোরণ হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।