মোদী-বাইডেনের বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কাছে বিশেষ আবেদন রাকেশ টিকাইতের

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের পর এবার সবার নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সাক্ষাতের উপর টিকে রয়েছে। আজই এই সাক্ষাৎ হতে চলেছে। আজ ভারতীয় সময় রাত ৮:৩০ নাগাদ হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদী ও জো বাইডেনের মধ্যে সাক্ষাৎ হবে।

আর এই সাক্ষাতের আগেই ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ট্যুইট করে সবার নজর নিজের দিকে কেড়েছেন। উনি জো বাইডেনের কাছে আবেদন করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি যেন ভারতে জারি কৃষক আন্দোলনের ইস্যু নিয়ে চর্চা করেন।

রাকেশ টিকাইত ট্যুইট করে লিখেছেন, ‘ভারতীয় কৃষকরা মোদী সরকার দ্বারা লাগু তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রদর্শন করছে। বিগত ১১ মাস ধরে চলা এই বিক্ষোভ প্রদর্শনে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে। আমাদের বাঁচানোর জন্য আইনটি রদ করার দরকার। দয়া করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সময় আমাদের সমস্যার উপরেও একটু নজর দেবেন।”

বলে দিই, রাষ্ট্রপতি জো বাইডেন প্রথমবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আতিথেয়তা করতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে বিগত ৮ মাসে দু’বার ভার্চুয়াল মিটিং হয়েছে। কিন্তু আজ এই প্রথমবার দুজনে মুখোমুখি হতে চলেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর