শ্রীমার জন‍্যই ভাঙন দেবচন্দ্রিমা-সায়ন্তর সম্পর্কে! শেষমেষ সত‍্যিটা জানালেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় জুটি দেবচন্দ্রিমা সিংহ রায় (debchandrima roy) এবং সায়ন্ত মোদকের (sayanta modak) বিচ্ছেদের খবর এখন আর নতুন নয়। এমন মিষ্টি জুটির আচমকা বিচ্ছেদের খবরে অবাক হয়েছিলেন তাঁদের বহু অনুরাগীই। এমনকি দেবচন্দ্রিমা সায়ন্তর সম্পর্কের ভাঙনের পেছনে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যর (shreema bhattacharjee)  নাম আছে, এমন দাবিও করেছিল কিছু সংবাদ মাধ‍্যম।

এতদিন বিষয়টা নিয়ে চুপ করে থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমের কাছে তাঁর ক্ষোভ, মানুষ কোনো কিছু না জেনেশুনেই যার তার সঙ্গে তাঁর নাম জড়িয়ে দিচ্ছে। যে কিনা তাঁর বন্ধু, প্রিয় বন্ধু সে হয়ে উঠছে তাঁর প্রেমিক। এতে পরিবারের কাছে তাঁকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে দাবি করেন অভিনেত্রী। এমন ভুয়ো খবরে তাঁর অভিভাবকদের মন খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন শ্রীমা।

IMG 20210925 010006
হ‍্যাঁ, অভিনেত্রীর স্পষ্ট বক্তব‍্য পুরোটাই গুজব। যদি কোনো সম্পর্কে তিনি জড়ান তাহলে নিশ্চয়ই তা সকলের সামনে আনবেন। শ্রীমা বলেন, নিজের বাবা মায়ের সঙ্গে তিনি সবকিছুই শেয়ার করেন। তাই কেউ যখন তাঁকে কিছু না জিজ্ঞাসা করেই সত‍্যি বলে দাবি করেন তখন খারাপ লাগে।

এর আগেই সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার সামনে দেবচন্দ্রিমা জানিয়ে দিয়েছেন, সায়ন্তর সঙ্গে আর কোনো সম্পর্কই নেই তাঁর। চার বছর ধরে সম্পর্কে ছিলেন দুজনে। একসঙ্গে একটি ইউটিউব চ‍্যানেল চালাতেন সায়ন্ত এবং দেবচন্দ্রিমা। সেখানে প্রকাশ‍্যেই নিজেকে সায়ন্তর ‘গার্লফ্রেন্ড’ বলে স্বীকার করেছিলেন দেবচন্দ্রিমা। একসঙ্গে মালদ্বীপও ঘুরতে গিয়েছিলেন তাঁরা।

mcms 2
বিচ্ছেদের কারণ স্পষ্ট ভাবে না বললেও দেবচন্দ্রিমা জানান এই সিদ্ধান্ত তাঁর একার। বিষয়টা যাতে তিক্ততার পর্যায়ে না চলে যায়, মুখ দেখাদেখি যাতে বন্ধ না হয়ে যায় সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, “একটা মানুষকে যখন আমি ভালবেসেছিলাম তখন তার কিছু গুণ দেখেই বেসেছিলাম। তেমনি চার বছর পর যখন সম্পর্কটা ভাঙছে তখন কোনো কারণ বশতই ভাঙছে।” তবে এই কারণটা কী তা খোলসা করতে চাননি দেবচন্দ্রিমা।

Niranjana Nag

সম্পর্কিত খবর