চিদম্বরমের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস নেতারা, একে অপরকে ছুঁড়ে মারল চেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর শিবগঙ্গায় কংগ্রেসের একটি বৈঠকে তুমুল হাঙ্গামার সৃষ্টি হয়। কংগ্রেসের নেতা-কর্মীরা একে অপরকে চেয়ার ছুঁড়ে মারা শুরু করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বৈঠকে কংগ্রেসের নেতা কার্তি চিদম্বরম উপস্থিত ছিলেন।

আগামী পুরসভার নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য শিবগঙ্গা কংগ্রেস নেতৃত্ব এই বৈঠক ডেকেছিলেন। বৈঠকে দলের দুটি গোষ্ঠী পৌঁছেছিল, সেখানে তাঁদের মধ্যে তুমুল হাঙ্গামার সৃষ্টি হয়। বাগবিতণ্ডা শেসে হাতাহাতিতে পরিণত হয়। আর একে অপরের উপর চেয়ার ছুঁড়তে থাকে কংগ্রেসের নেতা-কর্মীরা।

কংগ্রেসের সাংসদ কার্তি চিদম্বরমের সামনেই এই মারপিট হয়। ঘটনার খবর পেতেই পুলিশ তৎক্ষণাৎ শেখা পৌঁছে যায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর