বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে গিয়ে কেন্দ্র এবং বিজেপির উপর আক্রমণ করেন। অভিষেক বলেন, তৃণমূল শুধু বাংলাতেই না আগামী দিনে ভারতের বিভিন্ন রাজ্যে জয় হাসিল করবে। উনি বলেন, তৃণমূলই একমাত্র দল যারা বিজেপির সামনে মাথানত না করে লড়াই চালিয়ে যাচ্ছে। অভিষেক বলেন, আমরা অসম আর ত্রিপুরায় পৌঁছে গিয়েছি, এবার গোয়াতেও যাচ্ছি। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জনপ্রিয়।
এদিন যদুবাবুর বাজারে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী পদে বজায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নির্বাচনে জয়ী হতে হবে। আপনারা ভোট দিন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন। অভিষেক বলেন, এই সময় অনেক রাজ্যই রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত।
অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস শুধু বাংলাতেই সীমিত থাকবে না। তৃণমূল জাতীয় স্তরে রাজনীতি করবে আর বিজেপি শাসিত রাজ্যগুলি দখল করবে। উনি বলেন, অসম, ত্রিপুরার মতো আমরা গোয়াতেও যাচ্ছি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতাকে রোমে যেতে বাধা দেওয়ার বিরুদ্ধেও গর্জে ওঠেন। তিনি বলেন, বিশ্ব শান্তির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু ওনাকে যেতে দেওয়া হল না। কারণ, প্রধানমন্ত্রী মোদীর থেকে মুখ্যমন্ত্রী মমতা বেশি জনপ্রিয়।