বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে ভালোবাসা অন্ধ। জাত-পাত, ধর্ম-অধর্ম, বয়স, লিঙ্গ কোনকিছুই দেখে না। একবার যাকে মন থেকে ভালো লেগে যায়, তাঁর জন্য জীবন দিয়ে দেওয়ার নজিরও রয়েছে অনেক। কিন্তু এবার এমন এক ঘটনা ঘটল, তা শুনে তাজ্জব বনে গেলেন অনেকেই। একই যুবকের প্রেমে পাগল একই পরিবারের তিন মেয়ে! শুধু তাই নয়, তাঁদের নেওয়া পদক্ষেপ, সকলকেই অবাক করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (uttar pradesh) রামপুর জেলার আজিম নগর থানার একটি গ্রামে। যেখান থেকে শোনা গিয়েছে, একই পরিবারের তিন মেয়ে অর্থাৎ তিন বোন একই যুবকের প্রেমে পড়েছিল। তবে তাঁরা নিজেরা এই বিষয়ে কিছু জানত কিনা, তা জানা না গেলেও, তাঁরা ওই যুবকের প্রেমে পাগল ছিলেন।
কিন্তু ভালোবাসা এমনই এক বিষয় যা বেশিদিন চাপা থাকে না। ভালোবাসার উষ্ণ আঁচ, ঠিক কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে। মেয়েদের পরিবারের সকলেই তাঁদের এই প্রেমের বিষয়ে জেনে যায়। এরপর তাঁদের অনেক করে বোঝায় পরিবারের সকলেই। কিন্তু এই যে ‘ভালোবাসা কোন কিছু শোনেও না বোঝেও না’। এখানেও হল তাই, পরিবারের সকলের নজর এড়িয়ে, সুযোগ বুঝে তাঁরা তিন বোন ওই যুবকের সঙ্গেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
মেয়েদের খুঁজে না পেয়ে পরিবারের লোকেরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাঁদের কোথাও খুঁজে পাওয়া যায় না। অবশেষে তাঁর পুলিশের দারস্থ হয়। তাঁরা জানায়, তাঁদের তিন মেয়ের মধ্যে একজন সাবালিকা হলেও, দুজন নাবালিকা ছিলেন।