বাংলাহান্ট ডেস্ক: বিনোদন পাড়ায় একের পর এক মৃত্যু ভারী করে তুলেছে বাতাস। রবিবার প্রয়াত হলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ (tarak mehta ka ulta chasma) খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়ক (ghanshyam nayak)। নট্টু কাকা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। অনেক দিন ধরেই গলার ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। অস্ত্রোপচারের পরেও সারানো যায়নি রোগ। রবিবার বিকেলে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তারকা মেহতা কা উলটা চশমা সিরিয়ালে নট্টু কাকার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন ঘনশ্যাম। সিরিয়াল নির্মাতা অসিত মোদী সংবাদ মাধ্যমকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, সেই ২০১১ সাল থেকে ঘনশ্যাম নায়ককে চেনেন তিনি।
দুজনের সম্পর্ক এখন প্রায় পারিবারিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। প্রয়াত অভিনেতার সম্পর্কে তিনি জানান, ঘনশ্যাম খুব সৎ মানুষ ছিলেন। একসঙ্গে আনন্দ করে কাজ করতেন তাঁরা। সেটের সকলেই তাঁকে খুব মিস করবে।
শেষ বার তিন চার মাস আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন বলে জানান অসিত মোদী। শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল তাঁর। তার জেরে বেশি শুটিং করতে পারছিলেন না তিনি। গত বছরেই ক্যানসারের অস্ত্রোপচার হয়েছিল ঘনশ্যাম নায়কের। কিন্তু তাতেঝ বাগ মানেনি রোগ। শেষমেষ রবিবার মুম্বইয়ের মালাড এলাকার সূচক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ঘনশ্যাম নায়ক।
গত বছর প্রয়াত হয়েছিলেন সিরিয়ালের এক লেখক অভিষেক মকবানা (abhishek makwana)। গত বছর ২৭ নভেম্বর আত্মহত্যা করেন অভিষেক। তাঁর বাড়ির লোকজনদের বক্তব্য, সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। মুম্বইয়ের কান্দিভালির বাসভবনে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিষেককে।