বাংলাহান্ট ডেস্কঃ ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বাঙালীর প্রাণের উৎসব দূর্গা পুজোর (Durga puja) আজ মহা পঞ্চমী (Maha Panchami)। চারিদিকে কাশফুল আর শিউলির গন্ধে ম ম করছে আকাশ বাতাস। পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। আলোর সাজে সেজে উঠেছে শহর তিলোত্তমা। মা এসে গেছেন।
আমরা এখনও করোনা আবহের মধ্যেই বিরাজমান। ভয়াবহ করোনা মহামারি গতবছর মানুষের আনন্দের মাঝে কিছুটা কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তবে এবারে করোনার দাপট কিছুটা কমলেও, নানা বিধি নিষেধের মধ্য দিয়ে এবারেও আমাদের চলতে হবে।
তবে সবকিছুর মধ্যেও মা আসছেন, এই আনন্দেই আত্মহারা বাঙালিরা। লকডাউনের গণ্ডি না থাকলেও মাস্ক এবং স্যানেটাইজার যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর এবারের পুজোতেও সেসব আমাদের মেনে চলতেই হবে। তবেই সুস্থ এবং স্বাভাবিক সুস্থ পৃথিবীর দিকে আরও দ্রুত এগিয়ে যেত পারব আমরা। গতবারের মত এবারেও প্যাণ্ডেলে প্রবেশের ক্ষেত্রে থাকছে কিছু বিধি নিষেধ।
দূর্গা পঞ্চমীর তিথি- ২০২১ সালে দূর্গা পঞ্চমী বাংলার ২২ শে আশ্বিন এবং ৯ ই অক্টোবর শনিবার ভোর ৪ টে বেজে ৫৭ মিনিট থেকে শুরু হয়ে থাকছে বাংলার ২৩ শে আশ্বিন এবং ১০ ই অক্টোবর রবিবার রাত ২ টো বেজে ১৫ মিনিট পর্যন্ত।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!