বাংলাহান্ট ডেস্ক: ফের চর্চায় পরীমণি (porimoni)। গত অগাস্টের শুরুতে বাড়িতে বেআইনি মাদক রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। প্রায় এক মাস জেলে কাটিয়ে সেপ্টেম্বরের শুরুতে ছাড়া পান পরীমণি। সবেমাত্র নতুন ফ্ল্যাটে একটু থিতু হয়েছিলেন। নতুন করে কাজকর্মও শুরু করেছিলেন। আবারো বিপাকে পড়লেন পরীমণি।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চার্জশিটে নাম রয়েছে পরীমণির। মঙ্গলবার অভিনেত্রী সহ আরো তিন জনের নাম লেখা চার্জশিট আদালতে জমা করে সিআইডি। সেখানে নাম রয়েছে অভিনেত্রীর ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেনেরও।
গত ৪ ঠা অগাস্ট কোনো রকম কোনো আগাম সাবধানতা ছাড়াই বনানীর বাসস্থান থেকে অভিনেত্রী ও তাঁর সহকারী দীপুকে আটক করে বাংলাদেশের এলিট ফোর্স র্যাব। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক বেআইনি দামি মদ এবং মাদক দ্রব্য। তার পরের দিন অর্থাৎ ৫ অগাস্ট পরীমণির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
সেপ্টেম্বরের শুরুর দিকে জেল থেকে ছাড়া পান পরীমণি। জেল থেকে বেরিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। হাতে মেহেন্দি দিয়ে তিনি লিখেছিলেন, ‘ডোন্ট লভ মি বিচ’। এই বার্তা নিয়েই শুরু হয় বিতর্ক। জেল ফেরত হওয়ায় চলে গিয়েছে পরীমণির মাথার ছাদও। কিছুদিন আগেই নতুন ফ্ল্যাটে উঠে গিয়েছেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর তাঁর বাজেয়াপ্ত হওয়া গাড়ি, ল্যাপটপ, মোবাইল ফোন সমস্ত কিছু ফেরত চাওয়ার আবেদন করে আইনজীবী মারফত আদালতের কাছে চিঠি দিয়েছিলেন পরীমণি। সে সব ফেরত চলে আসারও কথা ছিল। কিন্তু নতুন করে অভিযোগপত্রে নাম আসায় ফের বিপদের খাঁড়া নাচছে পরীমণির কপালে।