বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card) তৈরির পর পরীক্ষা করতেই ধরা পড়ল জালিয়াতি। ২৬০০ টাকা দিয়ে তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড ভুয়ো বলে জানিয়ে দিলেন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আধিকারিকরা। সঙ্গে জানালেন একটি টাকাও নেই ওই কার্ডে। ঠিক এমন ঘটনাই ঘটেছে অন্ডাল থানা এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
অনেকেই এমন আছেন যারা সঠিক সময়ে সরকারী ক্যাম্প থেকে তৈরি করাতে পারেননি স্বাস্থ্যসাথী কার্ড। পরবর্তীতে কিছু টাকার বিনিময়ে এলাকার কোন হোতা গোছের কাউকে দিয়ে সেই কার্ড তৈরি করিয়ে নিচ্ছেন। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে সাধারণ মানুষকে লুঠ করছেন কিছু অসাধু মানুষ।
এমনই ঘটনা সামনে এল অন্ডাল থেকে। রীতা বার্নওয়াল নামে এক মহিলা অভিযোগ করেছেন, পেশায় মোবাইল ফোনের দোকানদার দিলীপ বার্নওয়ালকে দিয়ে তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড ভুয়ো বলে জানিয়েছেন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আধিকারিকরা।
তাঁর অভিযোগের উপর ভিত্তি করেই মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালের সারদা পল্লী থেকে গ্রেফতার করা হয় দিলীপ বার্নওয়ালকে। জানা গিয়েছে, শুধুমাত্র রীতা বার্নওয়ালই নয়, আরও অনেক ব্যক্তিকেই ঠকিয়েছেন ওই দিলীপ বার্নওয়াল।
এই বিষয়ে রীতার স্বামী প্রদীপ বার্নওয়াল অভিযোগ করেছেন, ‘আমাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় দিলীপ বার্নওয়ালকে এই কার্ড তৈরি করার বরাত দিই। ২৬০০ টাকার বিনিময়ে কার্ড তৈরি করে দেন দিলীপ। কিন্তু সেই কার্ড নিয়ে কিছুটা সন্দেহ হওয়ায়, অন্ডালের বিডিওকে দেখাই। আর সেখানে গিয়েই জানতে পারি এটি ভুয়ো, একটিও টাকা নেই ওই কার্ডে’।