বাংলা হান্ট ডেস্কঃ বর্ডারে তারা আছেন বলেই আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারি, ভারতীয় সেনার আত্মত্যাগ বারবারই উদ্বুদ্ধ করেছে সকলকে। অনেকেই তাই ছোটবেলা থেকে ভারতীয় সেনায় যোগ দেবার স্বপ্ন দেখেন। এবার তাদের জন্য বড় সুখবর নিয়ে এল ইন্ডিয়ান আর্মি। এবার আপনিও চাইলে যোগদান করতে পারবেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ৫৫ টি শূন্যপদ রয়েছে তরুণ আবেদনকারীদের জন্য। এর মধ্যে পঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন কেবলমাত্র যুবকরা, যুবতীদের জন্য রয়েছে পাঁচটি পদ।
সেনাবাহিনীর প্রতি যুবক-যুবতীদের উৎসাহ আরও বাড়াতে শর্ট সার্ভিস কমিশনে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এনসিসির এই পদগুলিতে আবেদন করতে হলে যোগাযোগ করতে পারেন ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in-এ।
আবেদনের তারিখ ও প্রক্রিয়াঃ
ভারতীয় সেনাবাহিনীর তরফে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে আবেদন পর্ব শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে চলবে আগামী ৩ নভেম্বর ২০২১ পর্যন্ত। তাই ইচ্ছুক প্রার্থীদের কাছে রয়েছে যথেষ্ট সুযোগ। আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনেই। এর জন্য আপনাকে পালন করতে হবে নিম্নলিখিত ধাপগুলি।
ধাপ ১ঃ joinindianarmy.nic.in ভারতীয় সেনার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে ‘অফিসার এন্ট্রি অ্যাপ্লাই/ লগ ইন’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ২ঃ এরপর রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে আবেদনকারীদের নিজের নাম রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে।
ধাপ ৩ঃ এরপর আবেদনপত্রটি ফের একবার ভাল করে চোখ বুলিয়ে নিয়ে তা জমা করলেই আপনি সম্পূর্ণ ভাবে তৈরি পরবর্তী পর্যায়ে জন্য।
বয়সসীমাঃ
সংস্থার তরফ এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। এক্ষেত্রে কোনও রকম ছাড় পাওয়া যাবে না।
যোগ্যতাঃ
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ না করা হলেও আবেদনকারীদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।