বাংলা হান্ট ডেস্কঃ আগামী দিনে আরও বেশি ফুলে-ফেঁপে উঠতে চলেছে ভারতের (India) অ্যাভিয়েশন সেক্টর। করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ফের একবার শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া উড়ান। দুর্গাপূজা নবরাত্রি সহ ভারতের একাধিক উৎসবের এই মরশুমে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী দিনে ভারতে উড়ানের এই বাজার ক্রমশ আরও ফুলে ফেঁপে উঠবে। যার এর জেরে লাভবান হবেন আপনিও।
আসুন দেখে নেওয়া যাক, অ্যাভিয়েশন সেক্টরের এই উন্নতি কিভাবে প্রভাব ফেলবে আপনার জীবনে। অ্যাভিয়েশন সেক্টরের উন্নতি করতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই শুরু করেছে উড়ান নামক একটি প্রকল্প। এই প্রকল্পে ইতিমধ্যেই ৩৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আসলে এই প্রকল্পের লক্ষ্য সহজে সাধারণ মানুষকে বিমান পরিষেবা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে পাঁচটি হেলিপ্যাড, দুটি ওয়াটার এয়ার ড্রোম এবং ৫৬ টি এয়ারপোর্টকে পর নতুন করে সাজানো হয়েছে। পরিকাঠামোগত এই উন্নতির ফলে আগামী দিনে আম জনতার কাছে বিমান পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।
জানিয়ে রাখি সাধারণ মানুষ যাতে কম পয়সায় সফর করতে পারেন, তার জন্য ইতিমধ্যেই বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছে আকাশা এয়ারলাইন্স। রাকেশ ঝুনঝুনওয়ালার এই এয়ারলাইন্সকে ইতিমধ্যেই মঞ্জুরি দিয়েছে কেন্দ্র। নতুন এই প্রজেক্টে আকাশা বিনিয়োগ করতে চলেছে প্রায় ২৬০ কোটি টাকা এবং জানা গেছে আগামী চার বছরের মধ্যেই ৭০ টি বিমান অন্তর্ভুক্ত করবে তারা। এই কোম্পানির লক্ষ্য হল সবচেয়ে কম পয়সায় যাত্রীদের বিমান পরিষেবা প্রদান করা। এক্ষেত্রে বিমানে খাওয়া-দাওয়া এবং অন্যান্য বিনোদনের কোন ব্যবস্থা থাকবে না। তবে কম পয়সায় আকাশ সফর করতে পারবেন আপনি।
১৮ হাজার কোটি টাকা ফের একবার এয়ার ইন্ডিয়া ফিরে এসেছে টাটার হাতে। প্রায় ১১৭ টি বিমান এবং হাজারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত বিমানকর্মী নিয়ে ফের একবার সফর শুরু করতে চলেছে তারা। প্রায় ৪৪০০ ডোমেস্টিক ল্যান্ডিং রয়েছে এয়ার ইন্ডিয়ার কাছে। তাছাড়া এই সফরে আরো বেশি বিনোদন মূলক ব্যবস্থা থাকছে আপনার জন্য। অন্যদিকে জেট এয়ারওয়েজও নিজেদের আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার কথা ভাবছে। যার জেরে আগামীদিনে হাজারেরও বেশি কর্মী নিয়োগ করতে চলেছে তারা। বিশেষজ্ঞদের মতে ২০২৪ সাল আসতে আসতে ভারত পৃথিবীর তৃতীয় বড় অ্যাভিয়েশন মার্কেটে পরিণত হবে।