আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ‍্য দিতে ১৮ কোটি টাকার ঘুষ! ভাইরাল ভিডিও টুইট করে সরব শিবসেনার সঞ্জয় রাউত

বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খান (aryan khan) মামলায় জটিলতা ক্রমেই বাড়ছে। মাদক মামলায় গত ২ রা অক্টোবর নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে আটক হন শাহরুখ পুত্র। দু সপ্তাহ হয়ে গিয়েছে জেলবন্দি রয়েছেন তিনি। এর মাঝে অভিযোগের আঙুল উঠল খাস NCB র দিকেই। অভিযোগ মারাত্মক! আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ‍্য দেওয়ার জন‍্য প্রস্তাব দেওয়া হয়েছে মোটা টাকার, সই করানো হয়েছে ফাঁকা কাগজে!

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে NCB র দফতরে আরিয়ানের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে পলাতক সাক্ষী কিরণ পি গোসাভিকে। ফোনে কারোর সঙ্গে আরিয়ানের কথা বলাচ্ছেন তিনি। এই ভিডিওর পাশাপাশি কিরণের সহকারী তথা দেহরক্ষী প্রভাকর সেইল অভিযোগ করেছেন, তাঁকে দিয়ে বয়ান হীন কাগজে সই করিয়েছে NCB।

Screenshot
আধিকারিক সমীর ওয়াংখেড়ের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। প্রভাকরের দাবি, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে নাকি ১৮ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ভিডিওটি এবং প্রভাকরের এই দাবিকে ঘিরে চাঞ্চল‍্য ছড়াতেই টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (sanjay raut)।

ভাইরাল ভিডিওটি টুইট করে তিনি লিখেছেন, ‘শুনে আশ্চর্য হচ্ছি যে সাক্ষীকে দিয়ে NCB ফাঁকা কাগজে সই করিয়ে নিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, প্রচুর পরিমাণ টাকাও দাবি করা হয়েছে। মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন এই ঘটনাগুলি মহারাষ্ট্রের সম্মান হানি করার জন‍্য। তা সত‍্যি হয়ে দাঁড়াচ্ছে। সুয়ো মোটো মামলা দায়ের করা উচিত।’ যদিও ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন সমীর ওয়াংখেড়ে।

কিন্তু কে এই কিরণ পি গোসাভি? NCB র হাতে আরিয়ান আটক হওয়ার পরপরই দফতর থেকে একটি সেলফি ভাইরাল হয়েছিল। আরিয়ানের সঙ্গে এক ব‍্যক্তিকে সেলফি তুলতে দেখা গিয়েছিল। তিনিই হলেন কিরণ। সে সময়ে মনে করা হয়েছিল ইনি কোনো NCB আধিকারিক। বিষয়টা নিয়ে শোরগোল পড়তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয় কিরণ NCB কেউ নন। উপরন্তু দাবি করা হয় মাদক মামলার নাকি অন‍্যতম সাক্ষী কিরণ। যদিও এর পর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। এখনো কিরণের খোঁজ চালাচ্ছে NCB।

Niranjana Nag

সম্পর্কিত খবর