শীত আসার আগে হালকা বৃষ্টিতে ভিজবে বাংলার এই কয়েকটি জেলা: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে নিজের ব্যাডিংপত্র গুটিয়ে নিচ্ছে বর্ষা, হয়েছে ফিরে যাওয়ার সময়। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, পরিস্থিতি অনুকূলে থাকলে, ২৬ শে অক্টবরের মধ্যেই দেশ থেকে বিদায় নেবে বর্ষা। তবে তার আগে বেশকিছু এলাকায় হালকা দুএক পশলা বৃষ্টির ধারা দেখা যেতেও পারে।

বর্ষা বিদায়ের পরই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে পড়বে শীত। শীতের দুপুরে মিঠেল রোদ থেকে শুরু করে, জাঁকিয়ে হাড়কাপানো ঠান্ডা- তখন সবকিছুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে বঙ্গবাসী। আগামী ২ দিনের মধ্যেই আকাশ পরিস্কার হয়ে গিয়ে তাপমাত্রা ১ ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে।

winter12 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা87%
বাতাস0 km/h
মেঘে ঢাকা7%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

winter 2

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের শেষ বেলায় উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা,হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতার আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর