বাংলাহান্ট ডেস্ক: জামিন পেয়ে গেলেও শুক্রবার বাড়ি ফেরা হল না আরিয়ান খানের (aryan khan)। শনিবার দিনই জেলের বাইরে বেরোতে পারবেন তিনি। শুক্রবার আইনি কাজকর্মে কিছুটা দেরি হয়ে যাওয়ায় আরো এক রাত জেলের কুঠরিতেই কাটাতে হল শাহরুখ পুত্রকে। আর্থার রোড জেলের সুপারিনটেনডেন্ট জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় ছিল। আইন কারোর জন্যই বদলানো যাবে না।
শুক্রবার দ্রুত গতিতে কাজ সারার চেষ্টায়ছিল আইনজীবীদের দল। সাড়ে পাঁচটার মধ্যেই যাবতীয় কাজ সেরে ফেলেন জুহি। আরিয়ানের জন্য এক লক্ষ টাকার বণ্ডে সই করতে হয় তাঁকে। কিন্তু রিলিজ অর্ডারের একটি কপি জমা দেওয়া সম্ভব হয়নি সাড়ে পাঁচটার মধ্যে। সেই কারণেই শুক্রবার জেলের বাইরে বেরোতে পারেননি আরিয়ান।
শনিবার সকাল সকালই জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান। অপরদিকে শাহরুখ পুত্রের বাড়ি ফেরার খুশিতে সময়ের আগেই দিওয়ালি চলে এসেছে মন্নতে। গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। বিকেল হতেই মন্নতের কর্মীদের দেখা যায় আলো দিয়ে গোটা বাংলোটা সাজিয়ে তুলতে। ঘরের ছেলে এতদিন পর ঘরে ফিরছে বলে কথা।
ছেলের দুঃখে পাগল হওয়ার জোগাড় হয়েছিল গৌরি খানের। তেমন ধার্মিক না হয়েও নাকি দুবেলা ঈশ্বরের কাছে আরিয়ানের জামিন প্রার্থনা করতেন। ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত গৌরি মানত করেছিলেন, মিষ্টি মুখে তুলবেন না। এমনকি মধ্যাহ্নভোজের সময় মন্নতের কর্মীদের পায়েস রাঁধার কথা জানতে পেরেই তাদের থামান গৌরি। স্পষ্ট নির্দেশ দেন, যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে ততদিন কোনো রকম মিষ্টি পদ রাঁধা হবে না মন্নতে। তবে এবার ছেলে বাড়ি ফিরতে মিষ্টি নিশ্চয়ই খাবেন গৌরি।