বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে মোহভঙ্গ করে সম্প্রতি ঘরে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)। প্রথমেই এই বিষয়ে দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পর, শুভেন্দুকে ‘ভাই’ সম্বোধন করে এবং ‘দলবদলু’দের কটাক্ষ করে এক গানও গাইলেন তিনি।
মঙ্গলবার কালীপুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েও দলের এই সিদ্ধান্তকে না মানতে পেরে বেশ কিছু বক্তব্য রাখলেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘তৃণমূল ছেড়ে যাওয়ায় যাদের সম্পর্কে সমালোচনা করেছিলাম, তাঁরা কিছু মনে করিস না ভাই। সেইসময় তোরা তৃণমূল ছেড়ে যাওয়ায় এমন মন্তব্য করেছিলাম। তবে আবার কোনদিন তোরা দলে চলে আসবি, আবার আমার থেকেও তৃণমূলের বেশি কাছের হয়ে যাবি’।
পুজো উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়েই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তো সেই প্রসঙ্গেই কল্যাণ বলেন, ‘অনেক কথা বলে ফেলেছি তোকে, ভাই শুভেন্দু রাগ করিস না। কোনদিন দেখা যাবে তুইও তৃণমূলে চলে আসবি, সেসবের তো কোন ঠিক থাকে না’।
বিষয়টা হল, রাজীব বন্দ্যোপাধায়ের এই প্রত্যাবর্তনকে কিছুতেই মেনে নিতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলকে কিছু বলতেও পারছে না, আবার শীর্ষ নেতৃত্বদের নেওয়া সিদ্ধান্তের বিরোধীতাও করতে পারছেন না। তাই এভাবেই নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন। এদিনের মঞ্চ থেকে আবার এক গানও গাইলেন দলবদলুদের উদ্দেশ্যে- ‘এপার-ওপার কোন পাড়ে জানি না। আমি দুই নদীতেই নাচি। তৃণমূলেও নাচছি, বিজেপিতেও নাচছি’।