মন্ত্রীসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত, অর্থমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলা হান্ট ডেস্কঃ এবার বড়সড় রদবদল ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের (West Bengal) মন্ত্রীসভায়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অর্থ দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারেন বলে জানা যাচ্ছে। অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিশ্রকে এই দফতরের উপদেষ্টা পদে নিযুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, এবারের মন্ত্রীসভায় এমনিতেই চমক রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণদের সুযোগ দিয়ে বাংলার প্রায় প্রতিটি প্রান্ত থেকেই নতুনদের প্রতিমন্ত্রীর করে দিয়েছিলেন তিনি। আর এবার আবারও একটি বড়সড় চমক আসার অপেক্ষা রয়েছে।

২ মে ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যে ৫টি কেন্দ্রে উপনির্বাচন ও ২টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে একটি কেন্দ্রে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে বড় জয় হাসিল করেছেন তৃণমূলের দুই প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ও উদয়ন গুহ। জানা গিয়েছে যে, এবার তাঁদের এই বড় জয়ের পুরস্কার হিসেবে মন্ত্রীসভায় যায়গা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee

অন্যদিকে রাজ্যের আরও দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁধে আরও দায়িত্ব চাপানো হতে পারে বলে সূত্রের খবর। জানা গিয়েছে তাঁদের আরও একটি বা দুটি দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে, এর আগে এটাও রব উঠেছিল যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে রাজ্যের মন্ত্রী পদে বসানো হতে পারে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে, ওনাকে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে প্রার্থী করিয়ে আবারও দিল্লিতেই পাঠানো হতে পারে।


Koushik Dutta

সম্পর্কিত খবর