দৈনিক ৫০ টাকা জমা করে পান ৩৫ লক্ষ রিটার্ন, বাম্পার অফার দিচ্ছে পোস্ট অফিস

বাংলা হান্ট ডেস্কঃ ভালো রোজগারের সাথে সাথে সঠিকভাবে বিনিয়োগ করাও একান্ত জরুরী। কারণ বিনিয়োগের মাধ্যমেই পরবর্তী ক্ষেত্রে আপনার ভবিষ্যতের সঞ্চয় গড়ে উঠবে। অবসরের পর কাজে লাগাতে পারবেন আপনি, স্বাভাবিকভাবেই বিনিয়োগের প্রচুর মাধ্যম রয়েছে। এক্ষেত্রে অনেকেই যেমন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ পছন্দ করেন তেমনি অনেকেই আবার বেশি ঝুঁকি নিতে রাজি নন। যারা বেশি ঝুঁকি নিতে রাজি নন তাদের জন্যই আজ একটি দুরন্ত স্কিমের কথা বলব। এ ক্ষেত্রে অত্যন্ত কম বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের জন্য মোটা টাকা সঞ্চয় করতে পারবেন আপনি।

আমরা যে স্কিমের কথা বলতে চলেছি, পোস্ট অফিসের এই স্কিমটির নাম গ্রাম সুরক্ষা যোজনা। গ্রাম সুরক্ষা যোজনা এমন একটি স্কিম যেখানে ন্যূনতম ১৯ বছর বয়স থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন আপনি। যা ভবিষ্যতে আপনাকে বড় রিটার্ন পেতে সাহায্য করবে। জানিয়ে রাখি এক্ষেত্রে ১০ হাজার থেকে দশ লক্ষ টাকা অবধি যে কোন স্কিম নিতে পারবেন আপনি। আপনার এই বিনিয়োগ চার বছরে পৌঁছালে তারপর এর ভিত্তিতে লোনও তুলতে পারবেন আপনি। এছাড়া যদি কোন গ্রাহক পলিসি চালাতে না পারেন সে ক্ষেত্রে তিন বছরের পর সারেন্ডার করার সুযোগও রয়েছে। যদিও এক্ষেত্রে জমানো টাকা ফেরত পেলেও বাড়তি কোনও সুবিধা পাবেন না গ্রাহকরা।

আপনাকে জানিয়ে রাখি এই স্কিমে আপনি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক যেকোনোভাবে প্রিমিয়াম দিতে পারেন। এক্ষেত্রে আপনার শুধু একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন, তাহলে কোন প্রিমিয়াম সময়ে দিতে না পারলে আপনি মাত্র ৩০ দিনই অতিরিক্ত সময় পাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক আপনি যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার স্কিম গ্রহণ করেন সে ক্ষেত্রে কতটা রিটার্ন পাবেন আপনি এবং কত টাকা মাসিক প্রিমিয়াম দিতে হবে আপনাকে।

প্রথমেই জানাই এক্ষেত্রে ৫৫ বছর ৫৮ বছর এবং ৬০ বছর বয়স অবধি টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আপনি যদি ৫৫ বছরের জন্য বিনিয়োগ শুরু করেন তাহলে মাসিক প্রিমিয়াম হবে ১৫১১ টাকা, একইভাবে ৫৮ বছর হলে মাসিক প্রিমিয়াম হবে ১৪৬৩ টাকা এবং ৬০ বছরের ক্ষেত্রে মাসিক প্রিমিয়াম হবে ১৪১১ টাকা। অর্থাৎ দিনে মাত্র ৫০ টাকা করে জমালেই মোটা টাকা ফেরত পাবেন আপনি।

images 2021 07 21T183300.048

জানিয়ে রাখি, এক্ষেত্রে ৫৫ বছরের স্কিমে ৩১.৬০ লক্ষ, ৫৮ বছরের স্কিমে ৩৩.৪০ লক্ষ এবং ৬০ বছরের স্কিমে ৩৪.৬০ লক্ষ টাকা রিটার্ন পাবেন আপনি। তবে মনে রাখবেন এই রিটার্ন আপনাকে দেওয়া হবে ৮০ বছর বয়সে। এক্ষেত্রে যদি কোনভাবে পলিসি গ্রাহকের মৃত্যু হয়, তাহলে সেই টাকা পাবেন তার পরিবার।

 

Abhirup Das

সম্পর্কিত খবর