কে জিতবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ, ভবিষ্যৎবাণী লারার, প্রথমবার মিলে গিয়েছিল হুবহু

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের মহান ব্যাটসম্যানদের মধ্যে একজন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রায়ান লারা (Brian Lara) টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে কে জিতবে, তার ভবিষ্যৎবাণী করেছেন। আজকে পাকিস্তান (Pakistan) মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার (Australia)। আর এই ম্যাচ নিয়ে লারার করা ভবিষ্যৎবাণীর দিকে নজর রাখছে সবাই। কারণ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লারার করা ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছিল।

লারা নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে কে জয়ী হবে, তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। লারা সেই ভবিষ্যৎবাণীতে জানিয়েছিলেন যে, ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠতে চলছে। কাকতালীয় ভাবে লারার সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায়। গতকাল টানটান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।

অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যে হতে চলা ম্যাচ নিয়ে লারা ট্যুইট করে লেখেন, ‘অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ম্যাচে আমার অভিজ্ঞতা বলছে যে পাকিস্তান জিতবে। অস্ট্রেলিয়া একটি বিপদজনক টিম সেটা আবার বলার অপেক্ষা রাখে না। তাঁদের কাছে যা প্লেয়ার রয়েছে, তা যে কোনও টিমকে হারানোর জন্য যথেষ্ট। অন্যদিকে, পাকিস্তানের কাছেও তুখড় ব্যাটার আর বোলার রয়েছে যারা দলকে ফাইনালে নিয়ে যেতে পারে।”

lara

বলে দিই, আজ দ্বিতীয় সেমিফাইনালের জন্য দুই টিমই শারীরিক আর মানসিক ভাবে প্রস্তুত। তবে, খেলার আগে পাকিস্তানের জন্য সবথেকে খারাপ খবর হল, তাঁদের উইকেট কিপার তথা দুরন্ত ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান ও ফিনিশার শোয়েব মালিক জ্বরে আক্রান্ত। তাঁদের এই ম্যাচে খেলানো নিয়ে আশঙ্কা দেখা গিয়েছে। এই দুই প্লেয়ারকে বাদ দিলে যে পাকিস্তানি টিম অনেকটাই কমজোর হয়ে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Koushik Dutta

সম্পর্কিত খবর