অন্তঃসত্ত্বা হতেই তড়িঘড়ি সেরেছিলেন রেজিস্ট্রি, এবার ছেলে কোলেই বিয়ের পিঁড়িতে বসছেন পূজা বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: মনমত করে বিয়ে করতে পারেননি পূজা বন্দ‍্যোপাধ‍্যায় (puja banerjee)। করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র রেজিস্ট্রি করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তারপর তো তাঁর কোল জুড়ে এল কৃশিব (krishiv)। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আইনি বিয়ে সেরেছিলেন পূজা ও কুণাল ভার্মা (kunal verma)। মনে মনে ধুমধাম করে বিয়ের ইচ্ছাটা থেকেই গিয়েছিল। এবার সে ইচ্ছাটাই পূরণ হতে চলেছে পূজার।

পুজোর মাসেই এক বছর পূর্ণ হয়েছে ছেলে কৃশিবের। এবার ছেলে কোলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। নভেম্বরে যখন বলিউড তারকাদের বিয়ের গুঞ্জনে মুখরিত নেটপাড়া তখন নিজের সামাজিক বিয়ের ঘোষনাটা নিজেই সারলেন পূজা। আগামী ১৫ নভেম্বর গোয়াতে বসছে পূজা কুণালের বিয়ের আসর।

IMG 20211111 195031
সোশ‍্যাল মিডিয়ায় নিজের এবং স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে পূজা জানিয়েছেন, অবশেষে হচ্ছে তাঁদের বিয়ে। এবারে সামাজিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ছেলেকেও সাজিয়ে গুজিয়ে গোয়া উড়ে গিয়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পূজা কুণালকে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, গোয়ায় ছিমছাম ভাবে, পরিবারের সদস‍্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ে সারার পরিকল্পনা রয়েছে পূজা কুণালের। তারপর মুম্বইতে ফিরে সম্ভবত বড় করে পার্টি দিতে পারেন তাঁরা।

IMG 20211111 195051
গত বছর ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন পূজা ও কুণাল। কিন্তু করোনার কাঁটায় তা আর সম্ভব হয়নি। তাই বিয়ের অনুষ্ঠানের সব টাকা করোনা মোকাবিলার জন‍্য দান করে দিয়েছিলেন তাঁরা। গত তার তিন মাস পর অগাস্টে প্রেগনেন্সির ঘোষনা করেন পূজা কুণাল। অক্টোবরে তাঁদের সংসারে আসে ছোট্ট কৃশিব।

https://www.instagram.com/p/CWIRp3wI0EY/?utm_medium=copy_link

দূর্গাপুজোর চতুর্থীর দিন এক বছর পূর্ণ করল কৃশিব। কৃষ্ণ ও শিবের নাম মিলিয়ে ছেলের নাম রেখেছিলেন পূজা কুণাল। ছেলের জন্মদিনের আগে আগে কিছুদিন কলকাতায় কাটিয়ে গিয়েছেন পূজা।

Niranjana Nag

সম্পর্কিত খবর