বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পরে যেন আরো কাছাকাছি চলে এসেছে মিঠাই (mithai) সিদ্ধার্থ (siddharth)। যে সিড এক সময় বিয়ের কনসেপ্টটাতেই বিশ্বাস করত না এখন সে মিঠাইকে ছাড়া চোখে অন্ধকার দেখছে। মিঠাইয়ের হাতের গ্রিন টি ব্ল্যাক কফি ছাড়া তার চলে না, বৌয়ের সুবিধা অসুবিধা, খুঁটিনাটির দিকেও তার নজর। আর এদিকে সিড মিঠাইয়ের মিষ্টি সংসার দেখে আহ্লাদে আটখানা দর্শকরা।
সম্প্রতি তাদের খুশির কারণ আরো একটু বেড়েছে। সৌজন্যে, সিরিয়ালের নতুন প্রোমো। সেটা অনুযায়ী মোদক পরিবারে খুব শিগগির সেলিব্রেট করা হবে সিদ্ধার্থর জন্মদিন। চলছে তারই প্রস্তুতি। পরিবারের সকলের সঙ্গে খেতে বসানো হয়েছে সিডকে। কিন্তু সে তো দাদুর ‘লাটসাহেব নাতি’। জন্মদিনে বাঙালি খাবার কি মুখে রুচবে?
তার জন্য চাই স্পেশ্যাল সাহেবি খাবার। উচ্ছেবাবুর জন্মদিনে মিঠাই রাঁধে চিকেন ইন লেমন বাটার সস। এক চামক মুখে দিয়েই ক্লিন বোল্ড সিদ্ধার্থ। দিদিয়াকে সে বলেই বসে, শেফের হাতে সে চুমু দিতে পারে। তখনি শ্রী আর নীপা গিয়ে নিয়ে আসে শেফ মিঠাইকে। স্ত্রীকে দেখে চোখ ছানাবড়া সিডের। এর মধ্যে আবার নীপার খুনসুটি, দাদাভাই যেন কী করবে বলছিল শেফকে?
সিড মিঠাই লজ্জায় লাল হলেও হল্লা পার্টির ভাবসাব দেখে মনে হচ্ছে না তারা এই দুজনকে ছাড়বে বলে। এর আগে হল্লা পার্টির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে অনেক কাজই করেছে সিদ্ধার্থ। বাজারে গিয়ে চিতলের বদলে আড় মাছ নিয়ে এসেছে, ছুরি কাঁটা দিয়ে লুচি আলুর দম খেয়েছে। এবার মিঠাইকে চুমুটা খায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা।
https://www.instagram.com/p/CWG-CQvpVBN/?utm_medium=copy_link
এমনিতেই সিড মিঠাইয়ের জীবনে নতুন বিপদ এসে হাজির হয়েছে, তোর্সা। বরন করে তাকে ঘরে তোলার সময় থেকেই মিঠাইকে বিপদে ফেলতে পা বাড়িয়ে রয়েছে তোর্সা। তবে এই সময়ে সিদ্ধার্থকে পাশে পেয়েছে মিঠাই। উচ্ছেবাবু কথা দিয়েছে সারা জীবন মিঠাইয়ের পাশে থাকবে। এমনকি টেসের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে রাজীবের সঙ্গে ঘর থেকে বিপজ্জনক সব জিনিসও সরিয়ে নিয়েছে সে। কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।