ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, নতুন মাসের শুরুতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বেশ জমিয়েই ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। উপভোগ করছে বঙ্গবাসী। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ভাসতে পারে বাংলাও। আর এই বৃষ্টির হাত ধরেই তাপমাত্রার পারদ আরও নামবে বঙ্গে।

হাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে ঢুকতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে থাকবে। আর ধীরে ধীরে বৃষ্টির আকার নেবে।

thequint 2018 12 5e5e7891 5cfc 4d4b a8e7 9a5e6eb9ccd8 a3c07676f3ffed71bc651c6c0765bb92

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা19° C
আদ্রতা79%
বাতাস11 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকেও আবছা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

883323 770732 winter dna 04

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর