বলিউডে ছিলেন ‘বহিরাগত’, করনের ছবি দিয়ে অভিষেক করেও স্ট্রাগল করতে হয়েছিল সিদ্ধার্থকে

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের সবথেকে হিট ছবিগুলির তালিকায় নিঃসন্দেহে প্রথম দিকে থাকবে ‘শেরশাহ’। শহিদ ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (siddharth malhotra)। জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। কিন্তু এই পর্যায়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল সে কথা অনেকেই জানেন না। তবে এবারে সে বিষয়েই মুখ খুললেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, অনেক পরিশ্রম অনেক সমালোচনা সয়ে এতদূর এসে পৌঁছেছেন তিনি। এখনের সাফল‍্যটাই তাঁর সমস্ত সমালোচনার উত্তর। করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডের কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ। কিন্তু এমন একজন পরিচালকের ছবিতে অভিনয় করেও পরবর্তী কালে ছবি পেতে যথেষ্ট খাটতে হয়েছিল তাঁকে।

sidharth malhotra
বলিউডে কোনো গডফাদার ছাড়াই পা রেখেছিলেন সিদ্ধার্থ। যা করেছেন নিজের চেষ্টায়। সাক্ষাৎকারে তিনি বলেন, “১৪-১৬ বছর আগে আমি যখন মুম্বই আসি তখন আমার বয়স ২১-২২। আমি অনেক চড়াই উতরাই দেখেছি। অভিনয়ের জন‍্য অডিশন দেওয়া হোক, বা মডেলিং, ভাড়া দেওয়ার জন‍্য টাকা সংগ্রহ করার চেষ্টা, আর তারপর সহকারীর কাজ, আর শেষে অডিশনের পর ব্রেক পাওয়া।”

সিদ্ধার্থ আরো বলেন, খুব খেটে কোনো ভাল কাজ করলে দর্শকদের সেটা অনুভব করা দরকার। শেরশাহ ছবিটির কাছে তিনি কৃতজ্ঞ এর জন‍্য। এই ছবিটির সঙ্গে যেনতেন ভাবে অংশ হতে চাইছিলেন সিদ্ধার্থ। ছবির প্রযোজক, পরিচালক, কাহিনির লেখক সবই বদলে গিয়েছে। কিন্তু তিনি ছেড়ে যাননি।

সিদ্ধার্থ বলেন তিনি আরো এমন ছবি করতে চান যা কিনা মানুষকে অনুপ্রেরণা দেবে। কোনো বাস্তববাদী ছবিতে অভিনয় করতে চান তিনি। প্রসঙ্গত, আগামীতে ‘মিশন মজনু’, ‘থ‍্যাঙ্ক গড’, ‘যোদ্ধা’র মতো ছবি হাতে রয়েছে তাঁর‌। যোদ্ধা ছবিতে ফের করন জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর