বাংলাহান্ট ডেস্ক: সুপারস্টারদের বিয়ে হচ্ছে, আর তাতে অতিথি অভ্যাগতদের মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ। তা শুনেই বেঁকে বসলেন অভিনেতা গজরাজ রাও (gajraj rao)। কথা হচ্ছে ভিকি কৌশল (vicky kaushal) ও ক্যাটরিনা কাইফের (katrina kaif) আসন্ন বিয়ে নিয়ে। ইতিমধ্যে জানা গিয়েছে যে, বিয়ের সমস্ত খবর গোপন রাখার জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই ক্ষেপে বোম গজরাজ।
রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্ষোভ জাহির করলেন ‘বধাই হো’ অভিনেতা। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘সেলফি না তুলতে দিলে আমি যাব না বিয়েতে।’ সঙ্গে ভিকিকে ট্যাগও করে দিয়েছেন গজরাজ রাও।
সম্প্রতি জানা গিয়েছে, বিয়েতে আমন্ত্রিতদের জন্য থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞাও। ‘ভিক্যাট’ এর বিয়ের খুঁটিনাটি তথ্য জানতে উদগ্রীব হয়ে রয়েছেন সকলে। আর সেগুলো যাতে জনসমক্ষে ফাঁস না হয়ে যায় তার জন্যই তৈরি হয়েছে এক বড় লিস্টি, যা ধরিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রিত দের হাতে। কী কী বারণ আছে সেই তালিকায়?
বিয়ের নিমন্ত্রণের কথা ফাঁস করা যাবে না, ছবি তোলা যাবে না, ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না, বিয়ের লোকেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না, একবার বিয়ের ভেন্যুতে ঢুকে গেলে বাইরের জগতের সঙ্গে কোনো রকম যোগাযোগই করা যাবে না, যারা বিয়ের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন তাদের অনুমতি ছাড়া কোনো ছবি ফাঁস করা যাবে না, কোনো রিল বা ভিডিও বিয়ের ভেন্যুতে বানানো যাবে না।
এতকিছু তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক, যার জেরে আমন্ত্রিতদের তালিকায় অনেকটাই কাটছাঁট করতে বাধ্য হয়েছে ভিকি ক্যাটরিনা। ভিক্যাটের ঘনিষ্ঠ এক সূত্রের খবর, আগে নিজেদের সমস্ত সহ অভিনেতা অভিনেত্রী ও পরিচালক বন্ধুদের আমন্ত্রণ পাঠানোর কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে লিস্টি তৈরি করতে বসেছেন ক্যাটরিনা ভিকি। ক্যাটরিনার কিছু অতিথিরা আবার বিদেশ থেকে আসবেন বলে খবর রয়েছে।