Jio-র সবথেকে সস্তার প্ল্যান মিলবে ৭৫ টাকাতেই, শুধু বদলে যাবে এই শর্ত

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় সমস্ত টেলিকম সংস্থাগুলোই তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে মুকেশ আম্বানির সংস্থা জিও-ও (Jio)। যেখানে ১ লা ডিসেম্বর থেকে ৭৫ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে ৯১ টাকা করার কথা বলেছিল জিও সংস্থা। তবে এখন দেখা যাচ্ছে Jio-র সাইটে এখনও ৯১ টাকার রিচার্জ প্ল্যান আপডেট করা হয়নি। অর্থাৎ পূর্বেকার ৭৫ টাকার প্ল্যানই বহাল রয়েছে এখনও অবধি।

তবে সম্পূর্ণ প্ল্যান চেঞ্জ না করলেও, বৈধতা ২৮ দিন থেকে কমিয়ে ২৩ দিন করা হয়েছে। তবে এটিও ব্যবহারকারীদের কাছে একটি ধাক্কার মতই মনে হচ্ছে। যেখানে বৈধতা ৫ দিন কমে গিয়েছে।

Jio 75 Plan

পূর্বে এই প্ল্যানে মাসিক 3 জিবি ডেটা, SMS ৫০ টি, আনলিমিটেড কলিং এবং সঙ্গে Jio অ্যাপের পরিষেবা পেত গ্রাহকরা। যার বৈধতা ছিল ২৮ দিন। তবে বর্তমানে এই প্ল্যানে কিছুটা বদল আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গ্রাহক মাসিক 2.5 GB ডেটা পাবেন, SMS ৫০ টি, আনলিমিটেড কলিং এবং সঙ্গে Jio অ্যাপের পরিষেবার সঙ্গে বৈধতা থাকছে ২৩ দিন।

অন্যান্য টেলিকম সংস্থাগুলোর মত জিও-ও জানিয়েছিল তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে। প্রতিটি রিচার্জে প্রায় ২০ শতাংশ করে দাম বাড়তে চলেছে। আর এই নতুন দাম নির্ধারিত হচ্ছে ১ লা ডিসেম্বর থেকেই। যার ফলে দেখা যাচ্ছে, ১ লা ডিসেম্বর থেকেই বেশিরভাগ প্ল্যান সক্রিয় হয়ে গেছে এবং গ্রাহকদের আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি টাকা দিতে হচ্ছে রিচার্জের ক্ষেত্রে।


Smita Hari

সম্পর্কিত খবর