বিপিন রাওয়াতের খবর পেতেই মাঝপথে বৈঠক ছাড়লেন মুখ্যমন্ত্রী, বললেন ‘এটা অনেক বড় দুঃসংবাদ”

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুতে বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছেন চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat)। এই খবর পাওয়া মাত্রই মাঝপথেই মালদহে প্রশাসনিক বৈঠক শেষ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, খবরটা পেয়ে মন খারাপ হয়ে গেল। এটা অনেক বড় দুঃসংবাদ। পাশাপাশি মুখ্যমন্ত্রী ট্যুইট করে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী ওনার আধিকারিকদের কাছে তামিলনাড়ুর বর্তমান আবহাওয়ার পরিস্থিতির খবরও নেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তাও জানতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক বড় দুঃসংবাদ এল। মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ হয়েছে, সেটা বলে বোঝাবার নয়।” মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ি এলাকায় হেলিকপ্টার খুবই বিপজ্জনক।”

বলে দিই, তামিলনাড়ুর নীলগিরি জেলার কুন্নুরে বুধবার বড়সড় এক দুর্ঘটনা ঘটে গেল। ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে (Indian Air Force Helicopter Crashes) সেখানে। ওই হেলিকপ্টারে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ওনার স্ত্রী সমেত অনেক সেনা আধিকারিক সওয়ার ছিলেন। ওনারা একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিপিন রাওয়াত সমেত তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর ওয়েলিংটন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জেনারেল বিপিন রাওয়াত।

Koushik Dutta

সম্পর্কিত খবর