জল জমা থেকে মুক্তি, পাড়ায় পাড়ায় শৌচালয়, পুরভোটে অঢেল প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের

বাংলাহান্ট ডেস্কঃ প্রকাশিত হল তৃণমূলের (tmc) নির্বাচনী ইস্তেহার। আর সেখানে বিশেষভাবে জোর দেওয়া হল কলকাতার (kolkata) জল নিস্কাসন ব্যবস্থার উপর। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কলকাতা শহর। আর তারউপর সম্প্রতি সময়ে একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাব এবং নিম্নচাপের কারণে আরও বেহাল হয়ে পড়েছে কলকাতার অবস্থা। দেখা গিয়েছে, ডিসেম্বর মাসেও কলকাতার রাস্তায় জমে রয়েছে জল।

কলকাতার এই জল নিকাশির দিকে বিশেষ নজর দিল তৃণমূল। নির্বাচনী ইস্তেহারে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য নিষ্পত্তি সেল তৈরির কথাও বলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি পানীয় জল পরিষেবার ক্ষেত্রেও জোর দিল তৃণমূল। সেইসঙ্গে প্রতিশ্রুতি দিল স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং ৪ টি নতুন নাইট শেল্টার চালু করার।

336354 weather 2

তবে জল নিস্কাসনের বিষয়ে বলা হয়েছে, আসন্ন পুর ভোটের আগে নিকাশির উপর বিশেষ জোর দেওয়া হবে। শহরবাসীকে মুক্তি দেওয়া হবে জল যন্ত্রণা থেকে। সেই কারণে কলকাতাবাসীর জল যন্ত্রণা মেটাতে কলকাতায় ২০০ পাম্প বসানো হবে। যার ফলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে কলকাতাবাসী।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়া মাত্রই সমস্ত প্রস্তুতি নিলেও, শেষে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগর কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে কলকাতাবাসীকে। সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া একাধিক জায়গা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পোড়ে। যার ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। অসিফে যাওয়ার সময় এক সমস্যা, আবার ফিরতি পথেও সেই সমস্যা পোহাতে হত। তাই এবার এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দিল তৃণমূল শিবির। নির্বাচনী ইস্তেহারে তাঁর প্রমাণও পাওয়া গেল।


Smita Hari

সম্পর্কিত খবর