কলকাতা থেকে গ্রেফতার আরও ১৭ বাংলাদেশি, বড়সড় ষড়যন্ত্রের পর্দাফাঁস

বাংলাহান্ট ডেস্কঃ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা পুরনির্বাচন। আর সেই নির্বাচনের আগে খাস কলকাতা (kolkata) থেকে ধরা পড়ল ২০ জন অবৈধ বাংলাদেশি। রবিবার আনন্দপুর এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়ে এই অবৈধ বাংলাদেশিরা। তাঁদের আনন্দপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোন উদ্দেশ্যে তাঁরা কলকাতায় এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, এখনও অবধি এপর্যন্ত ৩৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রিস, নেদারল্যান্ডসে পাচার করার জন্য কলকাতায় এনে সুযোগ বুঝে সীমান্ত দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হত অবৈধভাবে এদেশে আসা মানুষজনকে। গোপন সূত্রে এই সমস্ত খবর পেয়ে শনিবার রাতেই আনন্দপুর (Anandapur) এলাকার গুলশন কলোনিতে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ২০ জনকে আটক করে আনন্দপুর থানায় নিয়ে আসা হয়।

arrest

সূত্রের খবর, রবিবার গ্রেফতার হওয়া ১৭ জনের মধ্যে মাহফিজুর রহমান হচ্ছেন মূল অভিযুক্ত। অবৈধভাবে যারা এদেশে আসতেন, তাঁদের অবৈধ পাসপোর্ট, ভিসা, আধার কার্ডের মতো প্রয়োজনীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ করত মাহফিজুর রহমান । আর এই কাজের জন্য দেড় থেকে ২ লক্ষ টাকা নিতেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৪১৯, ৪২০ ধারা-সহ মোট সাতটি ধারায় মামলা দায়েরের পাশাপাশি ফরেনার্স অ্যাক্টে (Foreigners Act) মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এই খবর প্রকাশ্যে আসার পর পুলিশ, প্রশাসনের ঘুম উড়েছে। পুরভোটের আগে এতজন বাংলাদেশিকে একসঙ্গে গ্রেফতার করা চিন্তারই বিষয়। একদিকে পুরভোটের দামাম বেজে গিয়েছে এবং অন্যদিকে এই গ্রেফতারিতে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে প্রশাসন।

Smita Hari

সম্পর্কিত খবর