১১৯ টাকায় ধামাক অফার নিয়ে এল Jio, ঘুম ছুটবে Airtel-Vi এর

বাংলা হান্ট ডেস্কঃ রিলায়েন্স জিও (Jio)-র পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছিল, সস্তার প্ল্যানে এসএমএস সুবিধা দিচ্ছে না Vodafone Idea। যার কারণে ব্যবহারকারীরা তাদের নম্বর পোর্ট মেসেজ করতে সমস্যায় পড়ছেন। এবার নিজেরাই এই সুবিধা নিয়ে এল জিও। গ্রাহকদের কথা মাথায় রেখে জি-র ১১৯ টাকার রিচার্জ প্ল্যানে এবার থেকে এসএমএস সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জিও-র নেওয়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে, বর্তমান সময়ে এসএমএস সুবিধার সঙ্গে আসা সমস্ত কোম্পানির মধ্যে সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান দিচ্ছে জিও।

JIO Offer

এই রিচার্জ প্ল্যানে গ্রাহক পাবেন দৈনিক 1.5 জিবি ডেটা এবং সঙ্গে ৩০০ এসএমএস। থাকছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা, সেইসঙ্গে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে ১৪ দিন।

মুকেশ আম্বানির মতে, দেশের প্রান্তিক জনগণকে যদি দেশের ডিজিটাল বৃদ্ধির অংশ করতে হয়, তাহলে সাশ্রয়ী মূল্যে পরিষেবা এবং ডিভাইস সরবরাহ করা প্রয়োজন। যাতে তা সকলেই ব্যবহার করতে পারেন। সেইসঙ্গে ভারতকে দ্রুতই 2G থেকে 4G এবং তারপর 5G-তে স্থানান্তরটি শেষ করা উচিত। করোনা আবহে দেখা গিয়েছিল, ঠিক কিভাবে ইন্টারনেট এবং মোবাইল গৃহবন্দি মানুষের সঙ্গী হয়ে তাঁকে বাঁচতে সাহায্য করেছিল। একাধারে কর্মজীবনের ক্ষেত্রেও মানুষকে পুরোপুরি সাহায্য করে গেছে।


Smita Hari

সম্পর্কিত খবর