Vi ও Airtel কে টেক্কা দিতে সুপার অফার নিয়ে এলো jio, মাসিক ৮২ টাকায় পাবেন ডেটা সহ আনলিমিটেড কলিং

প্রায় প্রতি বছরই মোবাইল রিচার্জের খরচ বেড়েই চলেছে। এই ডিসেম্বর থেকে জিও রিচার্জ প্ল্যানের খরচ বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু জিও (Jio) নয়, জিও-র সাথে পাল্লা দিয়ে খরচ বাড়িয়েছে ভোডাফোন ও এয়ারটেল (Vodafone & Airtel)। এরপরে দাম আরও বাড়তে পারে। এই সম্ভাবনা থেকে অনেকেই দুই বছরের রিচার্জ একসাথে করে ফেলেছে।

যদিও এই দাম বৃদ্ধির পরে জিও আরেকটা তুলনামূলক সস্তার প্ল্যান নিয়ে এসেছে। যার নাম দিয়েছে Jio Phone All In One Plan. এটি ৮৯৯ টাকার একটি প্রিপেড প্ল্যান, যার জন্য মাসিক খরচ পড়বে ৮১.৭২ টাকা। এই প্ল্যানে আপনি কি কি সুবিধা পাবেন? সেটাও একবার জেনে নিন।

আপনি ৩৩৬ দিনের জন্য এই প্ল্যানের ভ্যালিডিটি পাবেন। এক বছরের জন্য প্রায় ২৪ জিবি ডেটা পাবেন। অর্থাৎ প্রত্যেক ২৮ দিনে আপনি ২ জিবি ডেটা পাবেন। ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলেই আপনার ইন্টারনেটের স্পিড কমে যাবে। একাহার পাবেন প্রতিদিন ৫০ এসএমএস। আর পাবেন আনলিমিটেড ভয়েস কলিং-এ সুযোগ-সুবিধা। এর সাথেই বিনামূল্যে মিলবে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন।

এই প্ল্যানের সাথেই জেনে নিন আরও মাসিক কিছু কম দামের প্রিপেড প্ল্যান-

৭৫ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৩ দিন

৯১ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন

১২৫ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৩ দিন

১৫২ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন

১৮৬ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৮দিন

২২২ টাকার প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন

সম্পর্কিত খবর