শেষ শ্রদ্ধা, ২০২১-এ এই তারকাদের চিরদিনের মতো বিদায় জানাতে হয়েছে বলিউডকে

বাংলাহান্ট ডেস্ক: শেষের মুখে আরো একটি বছর। করোনাকে সঙ্গী করেই ২০২১ ও সুখে দুঃখে কেটে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকবার পেছন ফিরে গোটা বছরটা দেখার পালা। সুন্দর, আনন্দের মুহূর্তগুলো মনে করে যেমন ঠোঁটে হাসি খেলে যাবে, তেমনি খারাপ সময়গুলোও শিখিয়ে দিয়ে যাবে অনেক কিছু। কিছু দুঃস্বপ্নও বাস্তব হয়েছে এ বছরে। গত বছরের মতো এ বছরেও বিনোদন জগৎ (bollywood) হারিয়েছে একাধিক নক্ষত্রকে। বছর শেষের মুখে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশ‍্যে আরো একবার শ্রদ্ধাঞ্জলি-

দিলীপ কুমার– বলিউডের ইন্দ্রপতন হয়েছে এ বছরে। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত‍্যু এক রকম অভিভাবক হীন করে দিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিকে। জুলাই মাসের শুরুর দিকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ৫৪ বছরের ফিল্মি কেরিয়ারে সেরা অভিনেতা হিসাবে ৮ টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন দিলীপ কুমার।

dilip
সিদ্ধার্থ শুক্লা– বলিউডি ছবিতে তেমন অভিনয় করেননি সিদ্ধার্থ। মূলত বিগ বস তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছিল। মিষ্টি ব‍্যবহার দিয়ে বহু মানুষের মন জয় করেছিলেন সিদ্ধার্থ। তাঁর মৃত‍্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিকে। সেপ্টেম্বরের শুরুতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় সিদ্ধার্থ শুক্লা। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

puneethBREAKINGKannadasuperstarPuneethRajkumarpassesawayduetocardiaca
পুনিত রাজকুমার– বিনোদন জগতের আরো এক অপূরণীয় ক্ষতি। জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিতও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর অকালমৃত‍্যুতে শোকের ছায়া নেমেছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুধু অভিনয় না, সমাজসেবাতেও একই রকম মনোযোগী ছিলেন পুনিত।

Film Companion Surekha Sikiri Badhai ho Lead image 1 1280x720 1
সুরেখা সিক্রি– গত জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুরেখা সিক্রি। ১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। সহ অভিনেত্রীর চরিত্রের জন‍্য তিন তিনবার জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। ১৯৮৮ তে তামাস, ১৯৯৫ তে মাম্মো এবং ২০১৮ তে বধাই হো ছবির জন‍্য জাতীয় পুরস্কার পান সুরেখা সিক্রি।

anupam shyam ojha died
অনুপম শ‍্যাম– তিন দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনুপম শ‍্যাম। সত‍্য, দিল সে, লগানের মতো বহু ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। গত অগাস্ট মাসে কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালেই একাধিক অঙ্গ প্রত‍্যঙ্গ বিকল হয়ে মৃত‍্যু হয় তাঁর। মৃত‍্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর।

taarak mehta ka ooltah chashmah nattu kaka ghanshyam nayak is upset 001
ঘনশ‍্যাম নায়ক– তারকা মেহতা কা উলটা চশমা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ঘনশ‍্যাম নট্টু কাকা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। অনেক দিন ধরেই গলার ক‍্যানসারে ভুগছিলেন অভিনেতা। অক্টোবরের শুরুতে প্রয়াত হন ঘনশ‍্যাম নায়ক।

অমিত মিস্ত্রি– হৃদরোগে আরো এক অভিনেতাকে হারাতে হয়েছে ২০২১ এ। বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন অমিত। মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

রাজীব কাপুর– চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াত হন রাজীব। রণধীর কাপুর এবং প্রয়াত ঋষি কাপুরের ছোট ভাই তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় তাঁর।

welcoming our little tara into ou universe mandira bedi wrote in instagram story
রাজ কৌশল– আরো এক মর্মান্তিক মৃত‍্যু যা নাড়িয়ে দিয়েছিল বলিউডকে। আচমকা হার্ট আ্যাটাক কেড়ে নেয় মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলেরের প্রাণ। গত জুনে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর