আর অভিনয় করছেন না ভাস্বর! গুঞ্জন জোরালো হতেই সোশ‍্যাল মিডিয়ায় বার্তা অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় জোর গুঞ্জন, অভিনেতা ভাস্বর চট্টোপাধ‍্যায় (bhaswar chatterjee) নাকি আর অভিনেতা নেই! অভিনয়ের পেশা নাকি ছেড়ে দিয়েছেন তিনি। টালিগঞ্জের অভ‍্যন্তরে নাকি এমনি গুঞ্জন উড়ে বেড়াচ্ছে হাওয়ায়। এ কি সত‍্য নাকি স্রেফ গুজব? জল্পনা বেশি বাড়তে না দিয়ে মুখ খুললেন খোদ ভাস্বর।

কথায় বলে, যা রটে তার কিছুটা তো ঘটে। কিন্তু চলতি কথাকে সম্পূর্ণ মিথ‍্যে প্রমাণ করে ভাস্বর ঘোষনা করলেন, সবটাই গুজব। অভিনয় তো তিনি ছাড়ছেনই না, উপরন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গেও আরো অনেক কিছু করছেন। আসলে সবটাই নিজেকে ভালবেসে, নিজের চেষ্টায়।

Bhaswar Chatterjee 1200x900 1
নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ভাস্বর বেশ মজির সুরেই লিখেছেন, ‘কাল শুনলাম আমাকে যারা ভীষন ভালবাসেন তারা রটাচ্ছেন আমি আর অভিনয় করিনা, সব ছেড়ে চলে গিয়েছি। অযথা এত নিরাপত্তাহীনতায় না ভুগে যে যার নিজের কাজে মন দিন, এতে আর কারুর না হোক নিজের ভাল হবে। এই আমাকে দেখুন,আমি কিন্তু মন দিয়ে সিরিয়াল, ছবি, সিরিজ সব কিছু করছি। তার মধ্যেও বেড়াতে যাচ্ছি, ভাষা শিখছি, বই লিখছি, এনজিওর কাজ করছি। নিজেকে ভালবাসতে জানতে হয়, ভিত্তিহীন গুজব ছড়ানোর চেয়ে এটা বরং বেশি সোজা কাজ।’

IMG 20211216 170740
ঠিক কীভাবে বা কী কারণে এমন গুজব ছড়িয়েছে তা জানা না গেলেও, এই পোস্টেই অভিনেত্রী অপরাজিতা ঘোষের মন্তব‍্যে ভাস্বর উত্তর দিয়েছেন, এই ধরনের মানুষেরা সব সময় নিজের আশপাশের লোকজনই হয়। অনেকেই অভিনেতাকে বলেছেন, এই ধরনের গুজবে বেশি পাত্তা না দিতে।

প্রসঙ্গত, এই মুহূর্তে দুটি সিরিয়ালে অভিনয় করছেন ভাস্বর। শ্রীকৃষ্ণভক্ত মীরা এবং কাঞ্চি এই দুটি সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। পাশাপাশি উর্দু শেখা, রিল ভিডিও বানানো এসব নিয়েও দিব‍্যি সময় কেটে যাচ্ছে ভাস্বরের। এছাড়াও ‘স্ত্রীর পত্র’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ভাস্বর ছাড়াও ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, জয় সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী ঘোষরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর