বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি ক্রিকেট সবসময়ই ব্যাটসম্যানদের খেলা হিসেবে বিবেচিত হয়। এখানে ব্যাটারদের ব্যাটের দাপটেই দর্শকরা আনন্দিত হন। বড় বড় চার ছক্কা দেখতেই তারা স্টেডিয়ামে আসেন। এই ফরম্যাটে বরাবরই ব্যাটারদের রাজত্ব। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে, কয়েকটি বলেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন ব্যাটাররা। ভারত থেকে এই ফরম্যাটে একাধিক দুর্দান্ত বোলার এবং ব্যাটার এই ফরম্যাটে নিজের ছাপ ছেড়েছেন। তবে অনেকে বাকি ফরম্যাটে বা অন্য টি টোয়েন্টি প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ রেখেও ভারতীয় টি টোয়েন্টি দল থেকে হারিয়ে গিয়েছেন সময়ের সাথে সাথে। এমন তিনজন ক্রিকেটারের কথাই নিম্নলিখিত অংশে আলোচনা করা হল।
কেদার যাদব:
ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে কেদার যাদবের টি টোয়েন্টি অভিষেক হয়। যাদব গত চার বছর ধরে ভারতের টি টোয়েন্টি দলের বাইরে রয়েছেন। ভারতের হয়ে ৯ টি ম্যাচে তিনি ১২২ রান করেছেন। কেদার যাদব ২০১০ সাল থেকে আইপিএলে খেলেছেন আইপিএলে যাদবের পারফরম্যান্সও মাঝারি মানের। প্রথমে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি। যদিও একদিনের ফরম্যাটে নিজের গ্রহনযোগ্যতা অনেকটাই বাড়িয়ে ফেলেছিলেন। কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে সফলতা অধরাই থেকে গিয়েছে।
দিনেশ কার্তিক:
২০০৬ সালে ভারতীয় দলের হয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে অভিষেক করেছিলেন, কিন্তু ধারাবাহিকতা এবং মহেন্দ্র সিং ধোনি-র উত্থানের কারণে কোনওদিন দলে পাকা জায়গা করে নিতে পারেননি। তবুও ভারতের হয়ে কার্তিক ৩২ বার টি টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামার সুযোগ পেয়েছেন কিন্তু মাত্র ৩৯৯ রান করেছেন। শেষ কিছু বছরে আইপিএলেও বলার মতো কিছু করেননি।
হরভজন সিং :
২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের দলের অংশ ছিলেন। কিন্তুগত পাঁচ বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটের বাইরে রয়েছেন হরভজন সিং। তার বল প্রতিপক্ষের ব্যাটাররা সহজেই খেলে দিয়েছে। একসময় মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে দুর্দান্ত বোলিং করলেও চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সে সুযোগের অভাবে ধীরে ধীরে জাতীয় দল এবং আইপিএল দুই জায়গা থেকেই হারিয়ে গেছেন তিনি।