বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে আপাতত। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ২৬ শে ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ান টেস্টের মধ্য দিয়ে অভিযান শুরু করবে। ভারতীয় টেস্ট দলের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম বিদেশ সফর। ভারত টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের একটি দল বেছে নিয়েছে, যেখানে জায়গা হয়নি কোনও লেগ স্পিনারের। দ্রাবিড়-কোহলির এই ভুলের মূল্য দিতে হতে পারে ভারতীয় দলকে।
ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদবের মতো দুই অফ-স্পিনার রয়েছে। অস্ট্রেলিয়া সফরে নজর কাড়া শার্দুল ঠাকুরও খেলতে পারেন ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে। এছাড়া স্কোয়াডে পাঁচজন বিশেষজ্ঞ ফাস্ট বোলারকে বেছে নেওয়া হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ইতিহাসের দিকে তাকালে, প্রাক্তন লেগ-স্পিনার অনিল কুম্বলে সবচেয়ে সফল বোলার। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ টেস্ট ম্যাচে ৮৪ টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে আফ্রিকার মাটিতে ১২টি টেস্ট ম্যাচে ৪৫ টি উইকেট রয়েছে তার।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলের অবসরের পর ভারতীয় দল তার মতো লেগ স্পিনার খুঁজে পায়নি। যুজবেন্দ্র চাহাল অবশ্যই গত ৫ বছর ধরে ভারতীয় দলের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তিনি ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে কার্যকরী হলেও দীর্ঘতম ফরম্যাটে অতটা সফল নন। এমনকি টেস্টে অভিষেকও হয়নি তার। কুম্বলের পর দিল্লির অমিত মিশ্র ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিতে সফল হলেও তিনি মাত্র ২২টি টেস্ট ম্যাচ খেলতে পারেন। তার নামে ৭৬ উইকেট রয়েছে।
কুলদীপ যাদবও সুযোগ পেয়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন। ওয়ান ডে-তে দুবার হ্যাটট্রিক করা কুলদীপ যাদব বাঁ হাতি চায়নাম্যান বোলার। তিনি ভারতের হয়ে ওডিআইতে দ্রুততম ১০০ উইকেট নেওয়া স্পিনার। তিনি ৭ টি টেস্ট ম্যাচ খেলার সুযোগও পেয়েছিলেন। কিন্তু এখন আর সুযোগ পান না। ফলে ভারতকে ভরসা করতে হয়েছে দুই অফস্পিনার রবি অশ্বিন এবং জয়ন্ত যাদবের ওপর। রাহুল দ্রাবিড় এবং কোহলির কোনও লেগস্পিনার-কে না নেওয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিপদ হয়েও দেখা দিতে পারে।