নেহার বাংলা শিক্ষিকা অনন‍্যা, সারেগামাপার মঞ্চে একসঙ্গে ‘মনটা রে’ যুগলবন্দি দুই গায়িকার

বাংলাহান্ট ডেস্ক: সা রে গা মা পার চলতি সিজনে বাংলার সুরে মজেছে বিচারক থেকে দর্শকরা। বাংলা থেকে একগুচ্ছ গাইয়ে গিয়েছেন জাতীয় মঞ্চে প্রতিভার প্রকাশ ঘটাতে। আর এই তালিকায় অন‍্যতম নাম অনন‍্যা চক্রবর্তী (ananya chakraborty)। বাছাই পর্ব থেকেই নিজের অনবদ‍্য গানের গলা ও ভিন্ন ধরনের লুকে সবার নজর কেড়েছেন তিনি। এবার নেহা কক্করের সঙ্গেও গান গাইলেন অনন‍্যা।

শাদি স্পেশ‍্যাল পর্বে সা রে গা মা পার মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন নেহা কক্কর (neha kakkar) ও রোহনপ্রীত সিং। মঞ্চের উপরে অনন‍্যার সঙ্গে ‘লুটেরা’ ছবির ‘মনটা রে’ গাইলেন নেহা। এদিন অনন‍্যার মতোই হেয়ারস্টাইল করে এসেছিলেন তিনি। হাতে একতারা নিয়ে অনন‍্যার সঙ্গে গলা মেলালেন নেহা। এমনকি গায়িকাকে বাংলায় ‘দিশাহারা কেমন বোকা মনটা রে’ গাওয়াও শেখালেন অনন‍্যা।

IMG 20211226 204418
দুই গায়িকার যুগলবন্দি বেশ উপভোগ করলেন রোহনপ্রীত, বিশাল ডাডলানি, শঙ্কর মহাদেবনরা। ভিডিওটি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অনন‍্যা। কমেন্ট বক্সে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

এর আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল অনন‍্যাকে। ‘চণ্ডীগড় করে আশিকি’র প্রচারেই এসেছিলেন আয়ুষ্মান ও বাণী কাপুর। ওই এপিসোডেই অনন‍্যা আয়ুষ্মানকে অনুরোধ করেন তাঁর সঙ্গে মঞ্চে এসে গান গাইতে। অনন‍্যা বলেন, যখন তিনি ছোট ছিলেন তখন একটি ছবি দেখেছিলেন যেখানে গিটার নিয়ে গান গাইতে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে।

https://www.instagram.com/reel/CX6iPmwIPYV/?utm_medium=copy_link

আসলে তিনি ‘ভিকি ডোনার’ ছবির কথা বলছিলেন। তবে অভিনেতা মজা করে হাসতে হাসতে বলেন, “সবে তো কেরিয়ার শুরু করলাম আমি, ছোটবেলায় আবার কোন ছবি দেখলে আমার?” তবে অনন‍্যার অনুরোধ ফেলতেও পারেননি আয়ুষ্মান। মঞ্চে এসে তিনি বলেন, অনন‍্যা আগে একটি গান শুরু করুক, তাঁর স্টাইলে ওই তালেই গান ধরবেন তিনি।

অনন‍্যা ‘কমলায় নেত্ত করে’ গানটি ধরতেই নাচতে শুরু করেন আয়ুষ্মান। তাঁর সঙ্গে এসে যোগ দেন বাণী। এরপরে ওই গানের তালেই অভিনেতা ধরেন তাঁর গাওয়া ‘পানি দা রঙ’ গানটি। মুহূর্তের মধ‍্যে জমে ওঠে মেহফিল। প্রতিযোগী থেকে বিচারক সকলেই নাচতে শুরু করে দেন অনন‍্যা, আয়ুষ্মানের সঙ্গে।

Niranjana Nag

সম্পর্কিত খবর