বাংলা হান্ট ডেস্কঃ মেয়ের বিয়ে নিয়ে বাবা মায়ের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। একদিকে যেমন থাকে সুপাত্র পাওয়ার চিন্তা, তেমনই অন্যদিকে থাকে খরচের চিন্তা। তবে এই চিন্তা না করে, চিন্তা দূর করার এক সহজ উপায় দেখে নিন। এসআইপিতে বিনিয়োগেই পেয়ে যাবেন সঠিক সময়ে মোটা অংকের টাকা।
সর্বনিম্ন ৫০০ টাকা দিয়েও আপনি বিনিয়োগ করতে পারেন। এসআইপিতে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ করে কিছু বছরেই আপনি মোটা টাকা পেয়ে যাবেন।
ফ্র্যাঙ্কলিন টেপলটন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মাসে ১০০০ টাকা বিনিয়োগ করলে ২০ বছরে ২০ লক্ষ টাকা জমাতে পারবেন এক ব্যক্তি। বছরে ১২ শতাংশ সুদের হিসেবে মাসে ৪০০০০ টাকা করে বিনিয়োগ করলে ৭ বছরে ৫০ লক্ষ টাকার ফান্ড তৈরি হয়ে যাবে আপনার।
তবে বিশেষজ্ঞদের মতে, কোন খাতে বিনিয়োগের জন্য প্রথমেই বড় অংকের টাকা দিয়েই যে শুরু করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি চাইলে ১০০ টাকা দিয়েও শুরু করতে পারেন। তবে এসআইপির ক্ষেত্রে প্রতি মাসে কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। তবেই আপনার ২০ বছরে ৫ লক্ষ টাকা জমবে।
তবে আজকের দিনে নানারকমের ফান্ড রয়েছে বাজারে। তবে সেগুলোর মধ্যে থেকে সঠিকটা বেছে নিয়ে, বুঝে শুনে বিনিয়োগ করা উচিত।