কচুরিপানা শিল্পে ভবিষ্যৎ, শুকিয়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি করার পরামর্শ রাজ্যের মন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ শিল্প সমন্বয় সম্মেলনে এসে এক দারুণ কর্মসংস্থানের হদিশ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (swapan devnath)। বললেন, জল থেকে কচুরিপানা তুলে শুকিয়ে বিক্রি করলেই, কেজি প্রতি পাওয়া যাবে ২৫ টাকা করে। যা থেকে তৈরি করা যাবে গয়নার বাক্স, ফল রাখার পাত্র, টেবিলের উপরে গরম জিনিস রাখার ম্যাট।

পশুপালন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন, কচুরিপানা থেকে গয়নার বাক্স, ফল রাখার পাত্র, টেবিলের উপরে গরম জিনিস রাখার ম্যাট তৈরি করা যায়। আমাদের ওখানেরই একটি ছেলে কচুরিপানার সাহায্যে নানারকম সামগ্রী তৈরি করছে। একশো দিনের কাজের প্রকল্পে এই কাজ করে অনেকেই স্বনির্ভর হতে পারেন। কচুরিপানা শুকিয়ে কেজি প্রতি বিক্রি করা যাবে ২৫ টাকা করে’।

1640744585 synergy

তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরেই তো আমরা খাল-বিল উৎসব করছি। জলাশয়ে মাছ বড় করতে গেলে কচুরিপানা তুলে ফেলতে হয়। তো সেই কচুরিপানা তুলেই এটা করা যেতে পারে। ওয়েলফেয়ার সোসাইটি বেসরকারি ভাবে সেই কচুরিপানা কিনে নেবে। আর এই কাজের জন্য ৩ মাসের প্রশিক্ষণ দিয়ে, তাঁদের হাত দিয়েই সামগ্রী তৈরি করা যাবে। তারপর সরকারের কাছে অনুরোধ থাকবে, এই বিষয়ে যদি কিছু করা যায়, তো করবে’।

কচুরিপানার ফুল

তবে এদিন মন্ত্রীর এমন পরামর্শ শুনে কিছুটা হতবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই। মঙ্গলবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি দফতরের পক্ষ থেকে আয়োজন করা শিল্প সমন্বয় সম্মেলনে অনেকেই উপস্থিত ছিলেন, ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রীও। সেখানে সংশ্লিষ্ট দফতরের কর্তারা বৈঠক করেন নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসন ও শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে।

Smita Hari

সম্পর্কিত খবর