মুখ্যমন্ত্রী নাকি কোভিড আক্রান্ত, খবর ছড়াতেই হুড়োহুড়ি! মুখ খুললেন খোদ মমতা

বাংলা হান্ট ডেস্কঃ ২০২০-তে ভারতে জবে থেকে করোনার মহামারী শুরু হয়েছে, তবে থেকেই দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট জনেরাও করোনায় আক্রান্ত হয়েছেন। নেতা, বিধায়ক, সাংসদ এমনকি অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবার শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

আর চারিদিকে করোনার এই বাড়াবাড়ির মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর একটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই খবরটি আরও নিশ্চিত হয়, যখন দু-তিনদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা নবান্নে আসেন নি। এরপরেই সেসই খবরে প্রায় সিলমোহর পড়ে যায়। এবার এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, দায়িত্ব নিয়ে খবর করুন। আমার নামে লিখে দিলেই হয় না। এরপর আমার বাড়িতে গোটা পাঁচটা ফোনও চলে এসেছে। আমার করোনা হলে সবাই জানতেই পারবেন। এতে লোকানোর কিছুই নেই। গোটা বিশ্বের মানুষেরই করোনা হচ্ছে।

মুখ্যমন্ত্রী কদিন নবান্নে আসতে পারেন নি কেন? তাও জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দুজন ড্রাইভারই কোভিড আক্রান্ত। এরপর আমি আসব কী করে? এগুলো সবার বুঝতে হবে তো।” তিনি এও বলেন যে, কলকাতা পুলিশের নয়া কমিশনার দায়িত্ব পাওয়ার পরেই করোনায় আক্রান্ত হয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর