বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন। গত দুই বছর ধরে দেখা যায়নি সেই আগের পরিচিত বিরাট-কে। ২০২০ সালের জানুয়ারি থেকে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ২৬। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তার শেষ আন্তর্জাতিক শতরানটি করার পর থেকে তিনি মোট ১৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু তার ব্যাট আগের মতো কথা বলছে না।
এই অবস্থায় প্রতিদিনই তার উপর চাপ বাড়ছে। এবং দক্ষিণ আফ্রিকার বাউন্সি কন্ডিশনে এই চাপ আরও বেড়েছে। কোহলির প্রত্যাবর্তনের আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির পারফরম্যান্স এতটাই খারাপ হয়েছে যে তাকে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের সাথে তুলনা করা হচ্ছে। গত দু-তিনবছর টেস্ট ক্রিকেটে মিচেল স্টার্কের গড় দেখা গেছে কোহলির চেয়েও ভালো।
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক বোলিংয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে নিজের ব্যাটিংয়েও উন্নতি করেছেন। অস্ট্রেলিয়া দলে তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন। ২০১৯ এর শুরু থেকে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের টেস্ট ব্যাটিং গড় ৩৮.৬৩ এবং সেই একই সময়ে কোহলির গড় ৩৭.১৭। কয়েক বছর ধরে টেস্ট ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত হয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তদের তুলে আনা সেই পরিসংখ্যানের মুখের মতন জবাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর।
তিনি বলেছেন, ” একদিনের ক্রিকেট কেরিয়ারে ভারতীয় পেসার নবদীপ সাইনির ব্যাটিং গড় ৫৩.৫০, উল্টোদিকে অজি তারকা স্টিভ স্মিথের ব্যাটিং গড় ৪৩.৩৪। অর্থাৎ আমরা যদি পরিসংখ্যান দিয়ে সবকিছু বিচার করি তাহলে এটাও সত্যি, অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানের চেয়ে সাইনির ব্যাটিং গড় বেশি। সাইনি পাঁচটি ওডিআই ইনিংসে ১০৭ রান করেছেন। সাইনি তিনবার নট আউট রয়েছেন, তার গড় ৫০-এর উপরে। অন্যদিকে, স্মিথ ১২৮ ওয়ান ডে খেলে ৪৩ এর গড়ে ৪৩০০ রান করেছেন।” এই পরিসংখ্যান দিয়ে জাফর বোঝাতে চেয়েছেন সবকিছুই পরিসংখ্যান দিয়ে বিচার করা উচিত নয়।