আসছে বিরাট কোহলির বায়োপিক? অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বায়োপিক (biopic) বানানোর ধুম উঠেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ, বাদ নেই কেউই। বিশেষ করে ক্রীড়াবিদদের নিয়ে একাধিক বায়োপিক হয়েছে। এবার তালিকায় বিরাট কোহলির (virat kohli) নাম জুড়লেও জুড়তে পারে। অন্তত তেমনি ইঙ্গিত মিলেছে বলিউডের জনপ্রিয় এক অভিনেতার কথায়।

তিনি হলেন কার্তিক আরিয়ান (kartik aaryan)। অল্প সময়েই দর্শকদের বেশ প্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি কার্তিক দাবি করেছেন তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করতে চান বড়পর্দায়। ঠিক কী বলেছেন কার্তিক? সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

kartik aaryan main
সেখানেই একজন তাঁকে প্রশ্ন করেন, কোন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে চান তিনি? উত্তরে কার্তিক বলেন, “আমি বায়োপিকে অভিনয় করতে আগ্রহী।” এরপরেই তিনি পছন্দ হিসাবে বিরাট কোহলির নাম নেন। কার্তিক জানান, বিরাটের বায়োপিকে অভিনয় করতে চান তিনি।

ইতিমধ‍্যেই ক্রিকেট দুনিয়ার মহেন্দ্র সিং ধোনি, আজহারকে নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে। ১৯৮৩ সালে ভারতের প্রথম বার বিশ্বকাপ জয়ের কাহিনিও উঠে এসেছে বড়পর্দায়। আসতে চলেছে ঝুলন গোস্বামীর বায়োপিক। ভবিষ‍্যতে কি সত‍্যিই বিরাটের ভূমিকায় দেখা যাবে কার্তিককে? উত্তর দেবে সময়।

virat kohli 123
শেষবার OTT প্ল‍্যাটফর্মে ‘ধামাকা’ ছবিতে দেখা গিয়েছিল কার্তিককে। তাঁর অভিনয় ব‍্যাপক প্রশংসিত হয়েছিল সিনে মহলে। আগামীতে ‘শেহজাদা’ ছবিতে অভিনয় করতে চলেছেন কার্তিক। বেশ কিছুদিন দিল্লিতে ‘শেহজাদা’ ছবির শুটিং করেছেন কার্তিক। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কৃতি।

গত বছর অক্টোবরে মুম্বইতে ছবির প্রথম অংশের শুটিং সম্পূর্ণ করেছেন তাঁরা। কিছুদিন আগেই দিল্লির হাড়কাঁপানো ঠাণ্ডার ছবি শেয়ার করেছিলেন কার্তিক। গুরুদ্বারা বাংলা সাহিবেও গিয়েছিলেন তিনি। চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শেহজাদা ছবির।

Niranjana Nag

সম্পর্কিত খবর