‘কি করলেন দাদা, সব তো ঘেঁটে দিলেন!’, প্রচারে বেরিয়েই ভোটারদের তুমুল কটাক্ষের শিকার সব্যসাচী দত্ত

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকে ছিলেন তৃণমূলের বিশ্বস্ত সৈনিক। কিন্তু মাঝে কিছুটা মনঃক্ষুণ্ণ হওয়ায় একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে চলে গিয়েছিলেন বিজেপিতে। সেখানে নির্বাচনে পরাজিত হওয়ার পর, মোহভঙ্গ হতেই ফের ফিরে গেলেন পুরোন আশ্রয়ে। আর এবার বিধাননগর পুরসভা নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।

প্রার্থী তো হয়েছেন, কিন্তু প্রচারে গিয়ে কিছু বিরূপাত্মক মন্তব্যও শুনতে হল সব্যসাচী দত্ত। শুধু শোনাই নয়, সেগুল আবার নিজের মুখেই জানালেন ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।

bjbvbv

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করতেই, শুরু হয় প্রার্থী নির্বাচন। সেই মর্মে বিধাননগর পুরসভা ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সব্যসাচী দত্তর বিরুদ্ধে লড়ছেন বিজেপির দেবাশিস জানা। একটা সময় দুজনেই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা। বিধাননগর কর্পোরেশনের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত এবং মেয়র পারিষদ ছিলেন দেবাশিস জানা।

কিন্তু বর্তমান সময়ে একসময়কার এই দুই সহকর্মী, আজকের দিনে একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। একে অপরকে বেশ কড়া প্রতিদ্বন্ধি বলেই মনে করা হচ্ছে।

তবে এদিন প্রচারে বেরিয়ে বিধাননগরের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেই, ভোটারদের বেশকিছু প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় সব্যসাচী দত্তকে। সেই ভোটারদের করা মন্তব্য নিজের মুখেই জানালেন তিনি। তাঁর উদ্দেশ্যে এলাকাবাসীরা বলেন, ‘দাদা আপনি তো সব ঘেঁটে দিয়ে গেলেন, কি করলেন আপনি!’ তবে এসবের মধ্যেও তাঁর উপর ভরসা রাখার অনুরোধ করেন সব্যসাচী দত্ত।

তবে বিজেপি ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘দূর থেকে সবারই চাঁদ দেখতে বেশ ভালো লাগে। মানুষকে বোঝাতে এখন একটু অসুবিধা হলেও, তাঁদেরকে বোঝাচ্ছি এবার নো পদ্মফুল, অনলি জোড়াফুল’।

Smita Hari

সম্পর্কিত খবর