পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উধাও শীত, বাতাস মেঘলা, শিলাবৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ গত সপ্তাহের তুলনায়, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসের কনকনে ঠান্ডা ভাব উড়ে গিয়ে জায়গা নিয়েছে মেঘলা আমজে। আর এই কারণেই বেশ উধাও হয়ে গিয়েছে সেই হাড়কাঁপানো ঠান্ডা।

আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আজকের দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। মেঘলা আবহাওয়া বিরাজ করায়, শীত পালিয়েছে বাংলা থেকে। এইরকম বৃষ্টির আমেজ ১৪ ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। ভোরের দিকে এবং রাতের দিকে কমেছে কুয়াশার দাপট। আবার পাহাড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টির পরিস্থিতি পেরিয়ে আবারও কনকনে ঠান্ডার আগমন ঘটতে পারে বলেও জানিয়েছে হাওয়া দফতর।

thequint 2018 12 5e5e7891 5cfc 4d4b a8e7 9a5e6eb9ccd8 a3c07676f3ffed71bc651c6c0765bb92

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা28° C
সর্বনিম্ন তাপমাত্রা18° C
আদ্রতা89%
বাতাস0 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে কয়েকবার ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

q4 123014102629 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর