বাংলাহান্ট ডেস্ক: মদন মিত্র এবং বিতর্ক কার্যতই সমর্থক হয়ে উঠেছে বর্তমানে। সে রাজনীতির ময়দানই হোক বা ব্যক্তিগত জীবন। তাঁর ‘ওহ লাভলি’ হোক বা ফেসবুক লাইভ, সবকিছু নিয়েই জনপ্রিয়তাও দেখবার মতন। কিন্তু, অতি সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লাস্যময়ী মহিলাদের সঙ্গে তৃনমূলের ‘কালারফুল বয়ের’ কিছু ছবি। সেই ছবিগুলিতে মদনের বাহুডোরে দেখা যাচ্ছে ওই মহিলাদের। কোনো ছবিতে আবার জামার বোতাম খুলেই হুক্কা হাতে মহিলাদের সঙ্গে পোজ দিচ্ছেন তিনি। ভাইরাল হওয়া এই ছবি সম্পর্কে এবার মুখ খুললেন মদন মিত্র। পুরো ঘটনাটির পিছনেই রাজনৈতিক চক্রান্ত রয়েছে এমনটিই দাবি করতে শোনা গেল তাঁকে।
সোমবার একটি ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমার সঙ্গে কিছু মেয়েদের ছবি ভাইরাল করা হয়েছে স্যোশাল মিডিয়ায়। ১৮-১৯ বছরের মেয়েরা আমার নাতনির বয়সী। স্যোশাল মিডিয়ায় আমার ফলোয়ারের ৬৮% ই ১৮ থেকে ২৫ বছর বয়সী মহিলা। দিনে আমার ৩-৪ হাজার ছবি ওঠে। কয়েক হাজার সেলফি তোলেন যুবকেরাও। কিন্তু কই,কখনও তো সেই ছবিগুলি ভাইরাল হয় না’। এরপরই তাঁর ছবি ‘সুপারইমপোজ’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তাঁকে এও বলতে শোনা যায়,’ রাখি সাওয়ান্ত,মেরিলিন মনরোর সঙ্গেও আমার ছবি দেখতে পাবেন। কিন্তু সবকটি ছবিই নকল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে, তাই এসব নিয়ে মাথা ঘামায় না তারা। সেই কারণেই আমার স্ত্রী বলতে পারেন আমার লাটাই তাঁর হাতেই’। পুরো ব্যাপারটিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাগিয়ে মদন স্পষ্টতই জানিয়েছেন এবার থেকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করবেন তিনি। বলেন,’ কাল থেকে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করব, যা দেখে আপনারা বুঝতে পারবেন আমি পরিবারকে কতটা ভালোবাসি। সেখানে আমার স্ত্রী,পুত্র,পুত্রবধূরাও জানাবেন তাঁরা আমাকে কতটা ভালোবাসেন’।
সম্প্রতি একটি রিয়েলিটি টিভি শোতে এসেছিলেন সস্ত্রীক মদন মিত্র। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় মদনের স্ত্রী অর্চণা দেবীকে এই সমস্ত বিতর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, মদনকে সম্পুর্ণ বিশ্বাস করেন তিনি। তাই এসব ব্যাপারে একেবারেই মাথা ঘামান না। মদন পত্নীকে এও বলতে শোনা গেছিল, স্বামী যতই ঘুড়ি ওড়ান লাটাইটি তাঁরই হাতে। এই এপিসোডটির ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছিল সেটিও। তবে এবারও ফেসবুক লাইভে মদনের এই ‘সুপারইমপোজ থিওরি’ বা ‘বিতর্কিত ছবি’ কোনোটিই যে তাঁর জনপ্রিয়তায় আচড় ফেলতে পারেনি বিন্দু মাত্র, তা বলাই বাহুল্য।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট