বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, যে রক্ষক সেই ভক্ষক। আর এবার মালদহতে বাস্তবেই ঘটল এমন এক ঘটনা। ডাকাতির অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীদের বিরুদ্ধেই। সেই অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে এএসআই সহ ৩ পুলিশ কর্মীকে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মালদহের কালিয়াচকের ৫২ বিঘা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মাঝরাতে আচমকাই হানা দেয় পুলিশ। মহম্মদ এসরাউল নামের ওই ব্যক্তি শ্রমিক সরবরাহের ব্যবসা করতেন বলে জানা যাচ্ছে। রাত দেড়টা নাগাদ তাঁর বাড়িতে চড়াও হয়ে অশ্রাব্য গালিগালাজ করেন ওই পুলিশ কর্মীরা। মারধর করা হয় মহিলাদেরকেও। সেই সঙ্গে বাড়ি থেকে লুঠ করা হয় ৩৮ ভরি সোনা এবং নগদ ২৫ লক্ষ টাকা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান, মৌখিক অভিযোগ এলেও ওই ব্যবসায়ীর তরফে থানায় কোনোরকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। রাতে ওই এলাকায় টহল দেওয়ার সময় খবর অনুয়ায়ী এসরাউলের বাড়িতে যান পুলিশ কর্মীরা। কিন্তু তল্লাশি চালানোর কোনোরকম নিয়ম না মানায় সাসপেন্ড করা হয়েছে তাঁদের। যদিও পুরো ঘটনায় এখনও আতঙ্কেই দিন কাটাচ্ছেন মহম্মদ এসরাউল এবং তাঁর পরিবার।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট