বাংলার হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মা শুধু ভারতেরই নয় গোটা বিশ্বের সেরা দুই ক্রিকেটার। এই দুই ব্যাটসম্যান ক্রিকেটের তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছেন। এই দুই ব্যাটসম্যানের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে পার্থক্য খুবই কম হবে। এবার এই দুই তারকার মধ্যে কে সেরা সেই নিয়ে মন্তব্য করছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। দুজনের কথা বলতে গিয়েই বড়সড় বিবৃতি দিয়েছেন শাস্ত্রী।
বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে চ্যাট করার সময়, শাস্ত্রী বলেছিলেন যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং সীমিত ওভারের দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলের সবচেয়ে বড় দুই ব্যাটিং সুপারস্টার। তবে ব্যাটিংয়ের ভিত্তিতে দুজনের মধ্যে কে সেরা, তা বেছে নেওয়া খুব কঠিন।
রবি শাস্ত্রী কোহলির সাথে জুটি বেঁধে দীর্ঘকাল ধরে ভারতীয় ক্রিকেটে রাজত্ব করেছেন। তিনি বলেছেন যে বিরাট একটি উৎসাহী এবং আগ্রাসী। এই ব্যাপারে কেউ কোহলির সাথে মিল রাখতে পারবে না। আখতারের সঙ্গে আলাপকালে শাস্ত্রী বলেন, ‘বিরাট মাঠের মধ্যে যেন এক হিংস্র পশু। মাঠে শেষ অবধি লড়াই করতে চায় এবং খুবই আবেগপ্রবণ থাকেন। কিন্তু মাঠের বাইরের বিরাট সম্পূর্ণ ভিন্ন। মাঠের বাইরে খুব শান্ত থাকেন তিনি।’
রোহিত শর্মা সম্পর্কে কথা বলার সময় শাস্ত্রী বলেছিলেন যে রোহিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে। শাস্ত্রী বলেছেন, ‘ঈশ্বর রোহিতকে প্রতিভা উপহার দিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কঠোর পরিশ্রম করে এটির সর্বোচ্চ ব্যবহার করবেন। সে যখন নিজের সেরা ফর্মে থাকেন, তখন তার মতো খেলতে পারে এমন ব্যাটসম্যান কমই আছে। সম্প্রতি অধিনায়ক হওয়া রোহিতেরও প্রশংসা করেছেন শাস্ত্রী।