‘পুষ্পা’ জ্বর অব‍্যাহত, ছেলে কেশবকে নিয়ে ‘শ্রীভল্লি’ গানে নাচলেন রাজা! ভিডিও শেয়ার করলেন মধুবনী

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ‘পুষ্পা’র (pushpa) গানে। সুপারহিট ডান্স নাম্বারের সঙ্গে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, সামান্থা রুথ প্রভুর সিগনেচার স্টেপগুলি নকল করে নাচছেন তারকারা। তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা রাজা গোস্বামী (raja goswami)। আল্লুর ‘শ্রীভল্লি’ গানে নাচলেন তিনি। তবে একটা টুইস্টের সঙ্গে।

ছোট্ট ছেলে কেশবকে (keshav) কোলে নিয়ে নেচেছেন রাজা। শুধু তাই নয়, ছবির গানে আল্লুর হুক স্টেপ হুবহু নকল করে দেখিয়েছেন তিনি। ক‍্যামেরায় রাজার নাচ রেকর্ড করেছেন মধুবনী (madhubani goswami)। এদিকে বাবা মায়ের কাণ্ড দেখে অবাক ছোট্ট কেশব। বাবা ছেলের নাচ দেখে উৎফুল্ল অনুরাগীরাও। রাজার এক্সপ্রেশন দেখে হৃদয় আর হাসির ইমোজিতে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

IMG 20220129 194322
সোশ‍্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন মধুবনী। তাই ট্রেন্ডিং জিনিসপত্রও থাকে তাঁর নখদর্পণে। এর আগে যেমন ট্রেন্ড মেনে কেশবকে কোলে নিয়ে ‘জুগনু’ গানে নেচেছিলেন তিনি। সেই ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছিল। বাবা মায়ের দৌলতে কেশবও বেশ ক‍্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠেছে।

https://www.instagram.com/reel/CZRrLNHFQLI/?utm_medium=copy_link

রাজা মধুবনীর একটি ইউটিউব চ‍্যানেলও রয়েছে, যেখানে কেশব হচ্ছে মুখ‍্য আকর্ষণ। ছেলের খেলা করার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। নিয়ম করে ভ্লগ শেয়ার করেন মধুবনী। বাড়িতে তাঁর রোজনামচাই ভিডিও আকারে দেখান অনুরাগীদের। মধুবনীর সমস্ত কাজেই জুড়ে থাকে কেশব। দিন শুরু হয় ছেলেকে নিয়ে, শেষও হয় কেশবের হাসি মুখ দিয়ে।

IMG 20220129 194726
ছেলেকে দেখাশোনার জন‍্য এখনো শুটিংয়ে ফেরেননি মধুবনী। নিজের ইউটিউব চ‍্যানেলের একটি ভিডিওতে অভিনেত্রী জানিয়েছিলেন, কেশব যেহেতু খুবই ছোট তাই মাকে ছাড়া সে বেশিক্ষণ একা একা থাকতে পারে না। তাই যখন কেশব আরেকটু বড় হয়ে যাবে, অন্তত খিদে ঘুম বা ব‍্যথা পাওয়ার মতো অনুভূতিগুলো বলতে শিখবে তখন তাকে কারোর কাছে রেখে শুটিংয়ে ফিরতে পারেন মধুবনী।

Niranjana Nag

সম্পর্কিত খবর